মানহানির মামলায় জামিন পেলেন রাহুল গান্ধী

Must read

বিজ্ঞাপনে আপত্তি জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছিলেন বিজেপির সাধারণ সম্পাদক কেশব প্রসাদ। শুক্রবার এই মামলার শুনানিতে আদালতে হাজিরা দেন রাহুল। মানহানির মামলায় এদিন তাঁর জামিন মঞ্জুর করে বেঙ্গালুরুর বিশেষ আদালত। কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের ভাই ডিকে সুরেশের দেওয়া বন্ডে জামিন পান রাহুল।

আরও পড়ুন- কৃষক খুন, জারি ১৪৪ ধারা! ভোটপর্ব মিটতেই ফের অশান্ত মণিপুর

২০২৩ সালের মে মাসে কর্ণাটকের বিধানসভা নির্বাচনের আগে প্রচারে রাহুল (Rahul Gandhi) অভিযোগ করেন, সরকারি কাজের জন্য নাকি সেই সময় ক্ষমতায় থাকা বিজেপি সরকার ৪০ শতাংশ হারে কমিশন নিত। বিজ্ঞাপনে বাসবরাজ বোম্বাইকে ৪০-শতাংশ কমিশনের সরকার বলে কটাক্ষ করা হয়েছিল। এমনকি একটি সংবাদপত্রে এই সংক্রান্ত বিষয়ে একটি বিজ্ঞাপনও দেওয়া হয় বলে অভিযোগ। কংগ্রেস নেতার এই দাবির বিরুদ্ধেই আদালতে যান কর্ণাটকের বিজেপির সাধারণ সম্পাদক কেশব প্রসাদ। ওই মামলাতেই শুক্রবার রাহুলকে বেঙ্গালুরুর বিশেষ আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। রাহুলকে জামিন দেয় কর্ণাটকের ওই নিম্ন আদালত।

Latest article