উন্নয়নে গতি আনতে উদ্যোগী মুখ্যমন্ত্রী, মঙ্গলেই প্রশাসনিক বৈঠক

Must read

দীর্ঘ ভোট পর্বে প্রায় থমকে থাকা উন্নয়ন কর্মসূচিতে গতি সঞ্চার করতে উদ্যোগী হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। লোকসভা নির্বাচন শেষ হতেই আগামী ১১ জুন প্রশাসনিক পর্যালোচনা বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। নবান্নের ওই বৈঠকে রাজ্যের সব দফতরের মন্ত্রী, প্রতিমন্ত্রী, বিভাগীয় সচিব, ডিভিশনাল কমিশনার, যুগ্ম সচিব ও তার উপরের স্তরের সমস্ত আধিকারিক ও জেলাশাসকদের সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে। নবান্ন সূত্রে খবর, প্রাথমিকভাবে ওই বৈঠক ১২ তারিখ ডাকা হয়েছিল। কিন্তু ওইদিন জামাই ষষ্ঠী থাকার কারণে একদিন এগিয়ে আনা হয়েছে বৈঠক।

আরও পড়ুন-মানহানির মামলায় জামিন পেলেন রাহুল গান্ধী

এবার প্রায় আড়াই মাস ধরে চলেছে নির্বাচন প্রক্রিয়া। এর ফলে উন্নয়নের বহু কাজ আটকে রয়েছে। উন্নয়ন থমকে আছে। কী কী কাজ আটকে রয়েছে, কীভাবে তা আবার শুরু করা যায় তা নিয়ে ওই বৈঠকে আলোচনা করবেন তিনি। এদিকে লোকসভা ভোটের ফল প্রকাশের পর বৃহস্পতিবারই আদর্শ আচরণবিধি প্রত্যাহার করে নিয়েছে নির্বাচন কমিশন। ফলে প্রশাসনের রাশ ফিরেছে রাজ্য সরকারের হাতে। বিধির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন কমিশনের নেওয়া সিদ্ধান্তের আর কোনও গুরুত্বও থাকছে না। ফলে প্রশাসনিক কিছু রদবদলের সম্ভাবনাও থাকছে। নির্বাচন চলাকালীন রাজ্যের বেশ কয়েকটি জায়গার পুলিশ সুপার, আইসি, ওসি-দের বদল করা হয়েছিল। কাউকে ভোটের কাজ থেকে সম্পূর্ণ দূরে রাখা হয়েছিল। কমিশনের এসব সিদ্ধান্ত নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (CM Mamata Banerjee)।

Latest article