কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে ইউএপিএ ধারায় মামলা করল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। সূত্রের খবর, এই মামলার তদন্ত করার জন্য তৈরি করা হয়েছে এনআইএ-র একটি বিশেষ দল। যার নেতৃত্বে থাকবেন একজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল। ১৯৯৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় অন্যতম অভিযুক্ত দাউদ ইব্রাহিম।
আরও পড়ুন-মিডিয়ার উপর কড়া শর্ত কেন্দ্রের
ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকার উপরের দিকে রয়েছে দাউদের নাম। পরবর্তীকালে তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী বলেও ঘোষণা করা হয়েছে। দীর্ঘ প্রায় তিন দশক ধরে দাউদকে খুঁজে চলেছে ভারত। নয়াদিল্লি একাধিকবার অভিযোগ করেছে, পাকিস্তানের গোপন ডেরায় নিশ্চিন্তে দিনযাপন করছে দাউদ। অন্যদিকে পাকিস্তান প্রতিবারই ভারতের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তবে ইসলামাবাদ অভিযোগ ওড়ালেও ভারতের পাশে দাঁড়িয়েছে রাষ্ট্রসংঘ।