কাঠগড়ায় এমসিকিউ

চলতি বছরের পরীক্ষায় আইএসসিতে পদার্থবিদ্যা ও অ্যাকাউন্টেন্সি এবং আইসিএসইতে পদার্থবিদ্যায় অনেকেরই কম নম্বর এসেছে।

Must read

সোমবার প্রকাশ হয়েছে আইএসসি ও আইসিএসই-র প্রথম সেমিস্টারের ফল। কিন্তু ফলাফল প্রকাশের পর দেখা গিয়েছে, বেশ কিছু পড়ুয়ার নম্বর খুবই কম এসেছে। নম্বর কম হওয়ার পিছনে অনেকেই মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউকে দায়ী করেছেন। উল্লেখ্য, করোনাজনিত কারণে এবারই প্রথম এমসিকিউ সিস্টেম চালু করা হয়েছে।

আরও পড়ুন-দাউদের বিরুদ্ধে

চলতি বছরের পরীক্ষায় আইএসসিতে পদার্থবিদ্যা ও অ্যাকাউন্টেন্সি এবং আইসিএসইতে পদার্থবিদ্যায় অনেকেরই কম নম্বর এসেছে। দেখা গিয়েছে, বিজ্ঞানের যে সমস্ত বিষয়ের সঙ্গে অঙ্ক জড়িত সেই সমস্ত বিষয়েই নম্বর কম এসেছে। এমসিকিউ পদ্ধতিই নম্বর কম হওয়ার মূল কারণ বলে পড়ুয়া এবং শিক্ষকদের অভিযোগ। কারণ বিষয়ভিত্তিক প্রশ্নপত্রে ধাপে ধাপে উত্তর লেখার জন্য নম্বর থাকে। কিন্তু এমসিকিউতে সেই সুযোগ নেই

Latest article