ভোট শুরুর আগেই উত্তপ্ত আগরতলা

ত্রিপুরা পুরভোট শুরুর ২ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনে ২০টিরও বেশি অভিযোগ বিরোধী তৃণমূললের , সবক্ষেত্রেই অভিযুক্ত শাসক বিজেপি।

Must read

ভোট শুরুর আগেই উত্তপ্ত আগরতলার ৫ নম্বর ওয়ার্ড। মক পোলিং চলাকালীন প্রফুল্লচন্দ্র স্কুলের বুথে তৃণমূলের তৃণমূলের দুই পোলিং এজেন্টদের বেধড়ক মারধরের অভিযোগ উঠল। মেরে তাঁদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আমবাসার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আগরতলার ২১নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী লিটন দাস আক্রান্ত, অভিযোগের তির বিজেপির দিকে।

আরও পড়ুন-গোয়ায় প্রতিবাদ, অনশন

আমবাসার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী স্বপ্না পালের বাড়িতে হামলা বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হানা। ত্রিপুরা পুরভোটের দিনও লাগামহীন গেরুয়া সন্ত্রাস। পুলিশ, প্রশাসন ও নির্বাচন কমিশনের সাহায্য চেয়েও পাওয়া যাচ্ছে না। ফোন তুলছেন না অধিকারিকরা। অভিযোগ তৃণমূলের।

ত্রিপুরা পুরভোট শুরুর ২ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনে ২০টিরও বেশি অভিযোগ বিরোধী তৃণমূললের , সবক্ষেত্রেই অভিযুক্ত শাসক বিজেপি। আগরতলার ৫১ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তপনকুমার বিশ্বাস-সহ তৃণমূল কর্মীরা আক্রান্ত, অভিযোগের তির বিজেপির দিকে।

Latest article