প্রতিবেদন: বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে এবার লিখিত অভিযোগ জমা পড়ল পুলিশে। বিজেপি নেত্রীর একটি টুইটের বিরুদ্ধে বেহালা নিবাসী এক যুবক গত রবিবার স্থানীয় থানায় তাঁর নামে অভিযোগ করেছেন। পরে লালবাজারের সাইবার শাখাতেও তিনি অভিযোগ জানিয়েছেন। ঘটনার শুরু রবিবার।
আরও পড়ুন-মেঘনা চটকলে বিধ্বংসী আগুন
সেদিন অগ্নিমিত্রা পালের টুইটার হ্যান্ডল থেকে একটি ছবি ও কিছু বক্তব্য পোস্ট করা হয়। পোস্ট করা সেই ছবি ও বক্তব্যে দেশের শিক্ষিত সমাজকে অপমান করা হয়েছে। এই অভিযোগ তুলে বেহালাবাসী পেশায় ইঞ্জিনিয়ার ধ্রুবজ্যোতি দাস সেদিনই বেহালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে তিনি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখাতেও অভিযোগ জানান। অভিযোগে তিনি লিখেছেন, রাজনৈতিক আক্রমণের নেশায় বিজেপি বিধায়ক ওই টুইটে শিক্ষার চরম অবমাননা করেছেন।
আরও পড়ুন-প্রয়োজনে পুনর্বাসন দিয়ে গাড়ুই নদীর হবে সংস্কার
দেশের শিক্ষিত যুব সমাজের একজন প্রতিনিধি হিসেবে এই পোস্টে আমি অপমানিত বোধ করছি। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কলমের অপমান করে তিনি বিদ্যার দেবীরও অবমাননা করেছেন, যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তাই তিনি বিজেপি নেত্রীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছেন। এ-নিয়ে বিজেপি বিধায়ক অবশ্য কোনও মন্তব্য করতে অস্বীকার করেছেন। পুলিশ অভিযোগের তদন্ত শুরু করেছে।