জাতীয়

অগ্নিবীর নাকি জাতিবীর, কী চায় মোদি সরকার?

প্রতিবেদন : বিতর্কিত অগ্নিপথ প্রকল্প নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে নতুন অভিযোগ উঠল। সেনা নিয়োগে জাতপাত টেনে আনার অভিযোগ তুললেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। আপ সাংসদের দাবি, ভারতের ইতিহাসে এই প্রথমবার সেনায় নিয়োগে প্রার্থীদের জাতিগত পরিচয় উল্লেখ করতে হচ্ছে।

আরও পড়ুন-নৌকা ডুবে মৃত ২২

সঞ্জয় ট্যুইট করেন, মোদিজি কি দলিত, ওবিসি এবং আদিবাসীদের সেনায় নিয়োগে উপযুক্ত মনে করেন না? ভারতের ইতিহাসে এই প্রথম সেনায় নিয়োগে প্রার্থীদের জাতির নাম বলতে হচ্ছে। এটা অত্যন্ত নিন্দনীয়। মোদিজি, আপনি অগ্নিবীর তৈরি করতে চাইছেন, নাকি জাতিবীর?
কেন্দ্রকে তীব্র কটাক্ষ করে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, জাতিভিত্তিক সেনাবাহিনী তৈরির চেষ্টা চালাচ্ছে মোদি সরকার। অগ্নিপথ নিয়ে যা চলছে তা অত্যন্ত বিপজ্জনক প্রবণতা। এই প্রকল্পের মাধ্যমে মানুষের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছে বিজেপি। বিহারে বিজেপির জোট শরিক জেডিইউ নেতা উপেন্দ্র কুশওয়াও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে জানতে চান, সেনায় নিয়োগে সংরক্ষণের ব্যবস্থা নেই। তা হলে অগ্নিবীরদের কাছে কেন জাতি জানাতে চাওয়া হচ্ছে?

আরও পড়ুন-যুদ্ধবিমানে বরিস

কংগ্রেসের পক্ষ থেকেও সরকারি নীতির কড়া সমালোচনা করে বলা হয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সেনায় যোগ দেওয়ার অধিকার আছে। কিন্তু মোদি সরকার যদি জাতিভিত্তিক সেনাবাহিনী গঠনের চেষ্টা করে তবে সেটা দেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক। এই বিতর্কের প্রেক্ষিতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, অগ্নিবীরদের নিয়োগে নতুন কোনও পদ্ধতি অনুসরণ করা হচ্ছে না। এতদিন যেভাবে সেনায় নিয়োগ প্রক্রিয়া চলত, এবারও তেমনই হচ্ছে।

Jago Bangla

Recent Posts

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

6 seconds ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

36 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

45 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago