প্রতিবেদন : ডার্বি জয়ের ৭২ ঘণ্টার মধ্যে আইএসএলে আরও এক গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। তাও আবার প্রতিপক্ষের মাঠে। বুধবার কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে দিমিত্রি পেত্রাতোসদের সামনে কেরালা ব্লাস্টার্স। লিগ-শিল্ড জয়ের পথে অপ্রতিরোধ্য আন্তোনিও লোপেজ হাবাসের দল। কিন্তু কেরল দ্বৈরথের আগে বাগানের স্প্যানিশ কোচের চিন্তা ফুটবলারদের ক্লান্তি। কোচির মাঠে গ্যালারি ভর্তি দর্শকদের গর্জনকে বরং অনুপ্রেরণা হিসেবেই দেখছেন সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ।
আরও পড়ুন-সিএএ নিয়ে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ জারির আর্জি
লিগে এক বনাম পাঁচ নম্বর দলের লড়াই। চলতি আইএসএলে ভাল ফুটবল খেললেও শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে হেরেছে কেরল। তবু পাঁচ নম্বরে থেকে প্লে-অফের দৌড়ে ভালভাবেই রয়েছে তারা। গোলের মধ্যে রয়েছেন গ্রিক স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামানতাকোস। মোহনবাগান কোচ সবচেয়ে বেশি চিন্তিত, ডার্বির পরেই দলের ফুটবলারদের ফের একটা কঠিন ম্যাচ খেলার জায়গায় কীভাবে নিয়ে আসবেন তা নিয়ে। প্রস্তুতির অভাবটাও ভাবাচ্ছে হাবাসকে। তিনি বলেন, ‘‘কেরল ম্যাচের জন্য প্রস্তুতির সুযোগই পাইনি আমরা। একটা ম্যাচের রিকভারি সেশনের ৪৮ ঘণ্টা পরই আর একটা ম্যাচ। সেভাবে ভাবনাচিন্তাও করতে পারিনি ম্যাচটা নিয়ে। কাজটা খুব কঠিন। কিন্তু আমরা পেশাদার। মাঠে নামতেই হবে।’’
আরও পড়ুন-নাগরিকত্ব আইন মানছেন না কমল হাসান ও বিজয় থালাপতি
প্রস্তুতির অভাব, প্রতিপক্ষ শক্তিশালী, তার উপর অ্যাওয়ে ম্যাচ। তা হলে কি এক পয়েন্টই যথেষ্ট? হাবাস বললেন, ‘‘কোনও ম্যাচে ড্র বা হার নিয়ে ভাবি না আমি। সব ম্যাচ আমরা তিন পয়েন্ট পাওয়ার জন্য খেলি। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও একই লক্ষ্য থাকবে। শীর্ষস্থানে থেকে লিগ-শিল্ড জিততে হলে বাকি সব ম্যাচই জিততে হবে। তাহলে আর আমাদের জটিল অঙ্কের হিসেব কষতে হবে না।’’
মঙ্গলবার সকালে যুবভারতীতে ফুটবলারদের হালকা অনুশীলন করিয়ে দুপুরে দলবল নিয়ে কোচি উড়ে যান হাবাস। দায়িত্ব নিয়েই দলের চেহারা বদলে দিয়েছেন সবুজ-মেরুনের স্প্যানিশ বস। শহর ছাড়ার আগে সাংবাদিক সম্মেলনে হাবাস জানালেন, কোচির পরিবেশকে কাজে লাগাক তাঁর দলের ফুটবলাররা। দিমিত্রিদের কোচ বললেন, ‘‘কোচির পরিবেশে, গ্যালারিতে প্রতিপক্ষ সমর্থকদের গর্জনেই নিজেদের উজ্জীবিত করে তুলুক আমাদের ছেলেরা। মানসিকতায় বদল আনতে হবে। অনেক দর্শকের মাঝে খেলা তো ভাল। গ্যালারিতে এক হাজার লোক থাকার চেয়ে ভরা মাঠে খেলতেই ভাল লাগে। আমাদের এভাবেই দেখতে হবে।’’
আরও পড়ুন-বাইজুসের একাধিক দফতর বন্ধ
কেরল ম্যাচেও ব্রেন্ডন হ্যামিলের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এই ম্যাচে কেরলের প্রীতম কোটাল এবং মোহনবাগানের সাহাল আব্দুল সামাদের দিকে নজর থাকবে সবার। দু’জনেই নিজের রাজ্যের পুরনো দলের বিরুদ্ধে মাঠে নামবেন। হাবাস অবশ্য প্রীতমকে নিয়ে ভাবতে চান না। ডার্বিতে দুর্দান্ত খেলা গোলকিপার বিশাল কাইথ বললেন, ‘‘ডার্বি অতীত। আমাদের কেরল ম্যাচ জিতে ফিরতে হবে।’’
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…