নাগরিকত্ব আইন মানছেন না কমল হাসান ও বিজয় থালাপতি

সোমবার, ১১ তারিখ মধ্যরাত থেকেই দেশে লাগু হয়ে গিয়েছে নাগরিকত্ব আইন (CAA)। আগেই নাগরিকত্ব সংশোধনী বিল বা সিএএ পাশ হয়েছে সংসদে। অবশেষে

Must read

সোমবার, ১১ তারিখ মধ্যরাত থেকেই দেশে লাগু হয়ে গিয়েছে নাগরিকত্ব আইন (CAA)। আগেই নাগরিকত্ব সংশোধনী বিল বা সিএএ পাশ হয়েছে সংসদে। অবশেষে লোকসভা ভোটের মুখে সেটা কার্যকর করা হল। বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় সরকার। আর দেশে সিএএ লাগু হতেই অনেকেই তার বিরোধিতা করেছেন। এবার এই নিয়ে সরব হলেন দুই দক্ষিণী তারকা কমল হাসান এবং বিজয় থালাপতি।

আরও পড়ুন-সিএএ নিয়ে সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ জারির আর্জি

কমল হাসান জানিয়েছেন সিএএ আসলে দেশকে ভাগ করার ষড়যন্ত্র। এই মর্মে তিনি জানিয়েছেন, ‘ এই আইনটি অত্যন্ত তাড়াহুড়ো করে পেশ করা হয় এবং জাতীয় নির্বাচনের আগে এখন লাগু করা হচ্ছে। এটা বিজেপির ঘৃণ্য পরিকল্পনাগুলোর অন্যতম। ধর্ম, ভাষা এবং বর্ণের ভিত্তিতে সরকার আমাদের নাগরিকদের বিভক্ত করতে চাইছে।’

আরও পড়ুন-চিনে তিয়েনানমেন স্কোয়ারের নিকটবর্তী এলাকায় ভয়াবহ বিস্ফোরণ

অন্যদিকে বিজয় আগেই জানিয়েছেন যে তিনি অভিনয় ছেড়ে রাজনীতিতে মনোনিবেশ করতে চান। গত ২ ফেব্রুয়ারি তিনি তামিলেগো ভেট্ট্রি কাজাগাম নামক একটি দল তৈরি করেছেন। ১২ মার্চ থালাপতি বিজয় তামিল নাড়ুর সরকারকে এই আইনের বিরোধিতা করে একটি চিঠি লেখেন । তিনি তাঁর চিঠিতে সাফ জানান এই আইন তিনি মানেন না। অভিনেতা বলেন, ‘এটা অসম্ভব মানা। আমাদের রাজ্যের সিএএর মতো কোনও আইন লাগু হতে পারে না। আমরা কিছুতেই মানব না এটা। এই আইন আমাদের দেশের জন্য বেমানান।’

Latest article