পুজোর আগে নকশালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, চিন্তায় ব্যবসায়ীরা

প্রসঙ্গত, চলতি বছরের আগস্টে পশ্চিমবঙ্গের নকশালবাড়ি এলাকায় একটি চা বাগানের কারখানায় একই রকম আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

Must read

রবিবার রাত দশটা নাগাদ নকশালবাড়িতে (Naxalbari) হঠাৎ করেই ভয়াবহ অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যে বিশাল আকার নেয় এই অগ্নিকাণ্ড। পরপর ৩টি কাপড়ের দোকানে আগুন লেগে যায়। বাজার এলাকা বলেই খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। প্রায় তিনঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কেউ আহত হয়নি বলেই খবর।

আরও পড়ুন-৩৩ পল্লির মণ্ডপে মূর্তিতে ধরা পাহাড়ের কান্না

হঠাৎ এমন এক ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ব্যবসায়ীরা যতটা সম্ভব দোকানের মালপত্র বের করে নিয়ে যাচ্ছেন। প্রথমে নকশালবাড়ি দমকল কেন্দ্রের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে কিন্তু তাদের পক্ষে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। খবর দেওয়া হয় মাটিগাড়ায়। সেখান থেকে আরও দুটি ইঞ্জিন এসেছে। বিধ্বংসী আগুনে নকশালবাড়ি বাজারের তিনটে দোকান পুড়ে ছাই হয়েছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত হবে।

আরও পড়ুন-পুজোর আগে শেষ রবিবার শহরে ক্রেতার ঢল

বাজারে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা সেটা নেভানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রসঙ্গত, চলতি বছরের আগস্টে পশ্চিমবঙ্গের নকশালবাড়ি এলাকায় একটি চা বাগানের কারখানায় একই রকম আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রথখোলা এলাকার একটি কারখানায় ঘটনাটি ঘটেছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। আধিকারিকদের মতে, কারখানার কর্মীরা আগুন দেখতে পান এবং তা নেভানোর চেষ্টা করেন।

Latest article