প্রতিবেদন : কথা দিয়ে কথা রাখলেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, ১০০ দিনের বকেয়া কাজের টাকা বঞ্চিত মানুষদের হাতে তুলে দেবেন। সেই মতোই বৃহস্পতিবার সাংসদের প্রতিনিধি দল ডায়মন্ড হারবারের (Diamond Harbour) বিভিন্ন বিধানসভা এলাকায় গিয়ে বঞ্চিতদের ১০০ দিনের কাজের টাকা তুলে দিল। ডায়মন্ড হারবার বিধানসভা এলাকায় একজনকে এবং ফলতা বিধানসভায় ১৩ জন বঞ্চিতকে ১০০ দিনের টাকা তুলে দেওয়া হয়। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম ব্লকের শেরপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম খেলারামপুরের বাসিন্দা ইলিয়াস মণ্ডল ও আলিয়া বিবির হাতে টাকা তুলে দেওয়া হয়। পাশাপাশি শ্রীশ্রীরামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের নির্মল মাইতিকে ১৪,৯১০ টাকা ও বিশ্বজিৎ মাইতিকে ১৪,৬৯৭ টাকা তুলে দেওয়া হয়েছে এদিন। স্বাভাবিকভাবেই আপ্লুত তাঁরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁরা জানিয়েছেন অন্তরের কৃতজ্ঞতা।
আরও পড়ুন- মাটির নিচে কেব্ল পাতা হবে দ্রুত