মাটির নিচে কেব্‌ল পাতা হবে দ্রুত

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজের সূচনা করার পরই ভূগর্ভস্থ কেবলিংয়ের কাজ শুরু করতে চলেছে শিলিগুড়ি পুরনিগম।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজের সূচনা করার পরই ভূগর্ভস্থ কেবলিংয়ের কাজ শুরু করতে চলেছে শিলিগুড়ি পুরনিগম। প্রথম ধাপে পুরনিগমের ১৭টি ওয়ার্ড নিয়ে কাজ শুরু হতে চলেছে। তবে শিলিগুড়িতে বিভিন্ন কেবল সংস্থা ও ইন্টারনেট সংস্থা তারগুলি বিভিন্ন ইলেকট্রিক পোলের মাধ্যমে নিয়ে গিয়েছে। বৃহস্পতিবার এই বিষয়গুলি নিয়ে একটি জরুরি বৈঠক করেন মেয়র গৌতম দেব। ছিলেন বিভিন্ন কেবল ও ইন্টারনেট অপারেটরা।

আরও পড়ুন-গ্র্যাচুইটির দাবিতে চা-শ্রমিকদের অব.স্থান

মেয়র তাঁদের পরিষ্কারভাবে জানিয়ে দেন, ১৭ ওয়ার্ড নিয়ে আন্ডারগ্রাউন্ড কেবলিংয়ের কাজ শুরু হতে চলেছে, সেই কাজে অপারেটররা যেন অংশগ্রহণ করেন। এর জন্য পুরনিগমের তরফে অপারেটরদের রেজিস্ট্রেশনের ব্যবস্থাও করা হবে। এদিন অপারেটরদের রেজিস্ট্রেশনের জন্য নির্দিষ্ট ফর্ম দিয়ে দেওয়া হয়েছে। তবে এদিন এই বিষয়ে মেয়র গৌতম দেব বলেন, আন্ডারগ্রাউন্ড কেবলিংয়ের কাজ প্রথম ধাপে ১৭টি ওয়ার্ড নিয়ে শুরু হতে চলেছে। সেবক রোড হিলকার্ট রোড মহকুমা পরিষদের সামনে বাঘাযতীন রোড-সহ বিভিন্ন এলাকায় আন্ডারগ্রাউন্ড কেবলিংয়ের কাজ শুরু হয়ে যাবে। উল্লেখ্য, পর্যটকদের প্রাণকেন্দ্র শিলিগুড়িকে আরও আধুনিক করতে ভূগর্ভস্থ কেবল পাতা হচ্ছে। পুজোর পরই শিলিগুড়িতে ভূগর্ভস্থ কেবল বসানোর পরিকল্পনা নেয় রাজ্য সরকার। একই সঙ্গে শিলিগুড়ির সমস্ত স্যাটেলাইট চ্যানেলের তারও নিয়ে যাওয়া হবে ভূগর্ভস্থ কেবল দিয়ে। মুখ্যমন্ত্রীর সূচনার পরই কাজ শুরু হতে চলেছে জোরকদমে।

Latest article