গ্র্যাচুইটির দাবিতে চা-শ্রমিকদের অব.স্থান

এমন প্রায় ২০০ জন অবসরপ্রাপ্ত শ্রমিক নিজেদের প্রাপ্য গ্র্যাচুইটি প্রদানের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে শামিল হয়েছেন।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : বেশ কয়েক বছর আগেই চা-বাগানের কাজ থেকে অবসর মিললেও, আজও মেলেনি অবসরকালীন প্রাপ্য। কারও বয়স ৭০, কারও ৭২, কারও বা ৬৮। এমন প্রায় ২০০ জন অবসরপ্রাপ্ত শ্রমিক নিজেদের প্রাপ্য গ্র্যাচুইটি প্রদানের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে শামিল হয়েছেন।

আরও পড়ুন-জলট্যাঙ্ক দুর্ঘটনায় সামনে চলে এল রেলের অপদার্থতা

ডুয়ার্সের কালচিনি ব্লকের আটিয়াবাড়ি চা-বাগানের শ্রমিকরা অবসরের পর নিজেদের প্রাপ্য গ্র্যাচুইটি পাচ্ছেন না। অবসর নেওয়ার পর বারো বছর হতে চলেছে, কিন্ত গ্র্যাচুইটি পাচ্ছেন না। অনেকে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। অনেক অবসরপ্রাপ্ত শ্রমিক আছেন যাঁদের মৃত্যুর পরেও পরিবারকে প্রাপ্য গ্র্যাচুইটি টাকা বাগান কর্তৃপক্ষ প্রদান করছে না। সারা জীবন শ্রমিকরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চা-বাগানে পরিশ্রম করেও, অবসরের পর নিজের হকের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই নিজেদের হকের টাকা প্রদানের দাবিতে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনে শামিল হয়েছেন জীবনের দ্বিতীয় ইনিংস খেলতে নামা চা-শ্রমিকরা। তাঁরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

Latest article