মিতা নন্দী, ঝাড়গ্রাম : কেন্দ্রীয় সরকারের অপদার্থতার নজির ভূরি-ভূরি। এয়ারফোর্সের মতো প্রতিষ্ঠানকেও ধরেছে সেই অসুখ। তাদের গা-ছাড়া উদাসীন কাজের জেরে প্রাণ গেল একজনের। তিনজন লড়াই করছেন মৃত্যুর সঙ্গে। কলাইকুণ্ডার বায়ুসেনা (Air Force) বিমান থেকে বোমা ফেলে মহড়া দেয় আঙ্গারনালিতে। জায়গাটা ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকে। এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, কিন্তু কোনও পাহারার ব্যবস্থা নেই। সেখান থেকে বায়ুসেনার ফেলা বোমার সেল কুড়িয়ে বাড়ি নিয়ে এসে তামা বার করে বিক্রি করে আশপাশের অনেকেই। আর সোমবার তা করতে গিয়ে সেল ফেটে একই পরিবারের একজনের মৃত্যু ও তিনজন আহত হয়েছেন। মৃতের নাম রামজীবন রানা (৪৫)। আহত তিনজন তাঁরই পরিবারের সদস্য। তাঁদের স্থানীয় ভাঙাগড় স্বাস্থ্যকেন্দ্র থেকে ঝাড়গ্রাম (Jhargram) সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাঁকরাইল ব্লকের আঙ্গারনালিতে কলাইকুন্ডা এয়ারফোর্সের বোমা ফেলার মহড়া চলে। প্রশিক্ষণের যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়। অনেক সময় বোমা পড়েও ফাটে না। বোমা যেখানে ফেলা হয় সেখান থেকে ফেটে যাওয়া বোমার ধাতব টুকরো কুড়োতে আসেন পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের দুঃস্থ মানুষ। সেগুলো বেচে অর্থ উপার্জন করেন। এদিন রামজীবন বাড়িতে একটি পরিত্যক্ত সেল নিয়ে এসে তামা বের করতে গেলে বিস্ফোরণ ঘটে। বিকট আওয়াজে গোটা এলাকা কেঁপে উঠে। রামজীবনের বাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়। পড়শিরা দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে রামজীবন রানাকে মৃত ঘোষণা করা হয়। আহত তিনজন হলেন মৃতের স্ত্রী মালতী, মেয়ে মেনকা এবং জামাই সুরজিৎ। আহতদের অবস্থা সঙ্কটজনক বলে ঝাড়গ্রাম (Jhargram) সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।