জুভেকে হারাল ইন্টার, ভরা মাঠে ইতালি ডার্বি

Must read

তুরিন, ৪ এপ্রিল : রবিবাসরীয় ডার্বি ডি’ইতালিয়ায় বাজিমাত করল ইন্টার মিলান (Inter Milan)। প্রথমার্ধের ইনজুরি টাইমে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন ইন্টারের মিডফিল্ডার হাকান চালহানোলু।

তবে এই পেনাল্টি নিয়ে বিতর্ক রয়েছে। নিজেদের বক্সে ইন্টারের (Inter Milan) রাইটব্যাক দেনজেল দুমফ্রাইজকে ফেলে দিয়েছিলেন জুভেন্টাসের আলভারো মোরাতা। অথচ চালহানোলুর নেওয়া পেনাল্টি শট প্রথমবার রুখে দিয়েছিলেন জুভে গোলরক্ষক ওজিয়েক শেজনি। কিন্তু নাটকের তখনও বাকি ছিল। পেনাল্টি নেওয়ার সময় জুভেন্টাসের ম্যাটাইস ডি’লিখট নিয়মবিরুদ্ধভাবে বক্সে ঢুকে পড়েছিলেন, এই কারণে ফের শট নেওয়ার নির্দেশ দেন রেফারি। এবার আর গোল করতে কোনও ভুল করেননি চালহানোলু। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ায়, এই ম্যাচে একশো শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। দীর্ঘ দু’বছর পর মাঠে বসার সুযোগ পেয়ে গ্যালারি ভরিয়ে দিয়েছিলেন দর্শকরাও। ২০২০-র মার্চের পর ফের সিরি ‘এ’-র কোনও ম্যাচে ফুলহাউস গ্যালারির ছবি দেখা গেল।

Latest article