খড়্গপুরে এয়ারফোর্সের যুদ্ধবিমান ভেঙে বিপত্তি

হঠাৎ করেই ভেঙে পড়ে যুদ্ধবিমানটি। কী কারণে দুর্ঘটনা এয়ারফোর্সের আধিকারিকরা সেই বিষয়টি খতিয়ে দেখছে। সবদিক খতিয়ে দেখছেন তাঁরা

Must read

খড়গপুরের (Kharagpur) শুকনিবাসা, দিয়াসা এলাকায় এয়ার ফোর্সের প্রশিক্ষণ চলাকালীন একটি যুদ্ধবিমান ভেঙে পড়ল। কোনমতে প্যারাসুটে করে নীচে নেমে এসে প্রাণ বাঁচান এয়ারফোর্সের দুই পাইলট। আজ, মঙ্গলবার দুপুর ৩ টা ৩৫ মিনিট নাগাদ দিয়াসা এলাকায় একটি ধান জমিতে হঠাৎ করেই যুদ্ধ বিমানটি ভেঙে পড়ে। বিকট আওয়াজ শুনে এলাকার মানুষ রীতিমত ভয় পেয়ে যান। বুঝতে না পেরে ছোটাছুটি শুরু করেন তাঁরা। অবশেষে জানা যায় ধান জমিতে একটি যুদ্ধবিমান ভেঙে পড়েছে। রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে কলাইকুন্ডা এয়ার বেস থেকে বায়ুসেনার অফিসাররা হেলিকপ্টারে করে ঘটনাস্থলে যান।

আরও পড়ুন-ভেঙে ফেলা হচ্ছে এলিট সিনেমা

স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, দুপুর সাড়ে তিনটে নাগাদ বিকট এক শব্দ শুনে রীতিমত আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। বেরিয়ে দেখে যুদ্ধবিমান ভেঙে পড়েছে। দুজন পাইলট ছিলেন। বিমান ভেঙে পড়ার আগেই তাঁরা নেমে আসেন। তাঁদের কোনও ক্ষতি হয়েছে কি না সেটা যদিও জানা যায় নি। সূত্রের খবর, কলাইকুন্ডা এয়ারবেসে নিয়মমাফিক প্রশিক্ষণ চলছিল। হঠাৎ করেই ভেঙে পড়ে যুদ্ধবিমানটি। কী কারণে দুর্ঘটনা এয়ারফোর্সের আধিকারিকরা সেই বিষয়টি খতিয়ে দেখছে। সবদিক খতিয়ে দেখছেন তাঁরা।

Latest article