পুলিশ কর্মীর (police officer) বাড়ি লক্ষ্য করে এবার গুলি চালাল এক বায়ুসেনা কর্মী। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। পুরনো শত্রুতার জেরেই কি এই গুলি? জানা গিয়েছে, পুলিশ কর্মীর বাড়ি ব্যারাকপুরে। সেটা লক্ষ্য করেই গুলি চালান বায়ুসেনা কর্মী। এই আবাসনের তিন তলায় পরিবার নিয়ে বাস করেন পুলিশ কর্মী। আজ, সকালে হঠাৎই তাঁর বাড়ি লক্ষ্য করে গুলির শব্দ পাওয়া যায়। গুলির শব্দে অনেকের ঘুম ভেঙে যায়। অভিযুক্ত বায়ুসেনার জওয়ানকে আটক করা হয়েছে।
আরও পড়ুন-তামিলনাড়ুর বৃষ্টিতে ভেঙে পড়ল বাড়ি, বাতিল ট্রেন ও বিমান
উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ষষ্ঠিতলায় শ্যামকুঞ্জ নামের আবাসনের তিন তলায় ওই পুলিশ কর্মী পরিবার নিয়ে থাকেন। ঘটনার সময় ঘুমোচ্ছিলেন ওই পুলিশকর্মী। গুলির শব্দে ঘুম ভেঙে যায় বলে পুলিশ কর্মীর। বাইরে বেরিয়ে সেই ব্যক্তিকে ধরবার চেষ্টা করলেও সেটা সম্ভব হয়নি। এরপর তিনি খবর দেন টিটাগর থানার পুলিশকে। তদন্তে নেমে পুলিশ এক বায়ুসেনার জওয়ানকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। সেখান থেকে জানা যায় কেন এদিন তিনি এমন ঘটনা ঘটিয়েছেন।
আরও পড়ুন-সংসদ হানা নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা
পুলিশ সূত্রে খবর, ওই বায়ুসেনার জওয়ান নিজেই বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন তিনি নাকি বন্দুক চালানো অনুশীলন করছিলেন। লক্ষ্যভ্রষ্ট হয়ে হঠাৎ বন্দুক থেকে গুলি বেরিয়ে পুলিশকর্মীর রান্নাঘরের কাঁচে লেগে যায়। গোটা ঘটনাটি বায়ুসেনার দফতরে জানানো হয়েছে। আবাসনের নিরাপত্তারক্ষীও গুলির শব্দ শুনে ভয় পেয়ে যান। সবমিলিয়ে রান্নাঘরে কেউ না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…