তামিলনাড়ুর বৃষ্টিতে ভেঙে পড়ল বাড়ি, বাতিল ট্রেন ও বিমান

চারটি জেলা - তিরুনেলভেলি, তুতিকোরিন, টেনকাসি এবং কন্যাকুমারী - ৭৪৩৪ জনকে ৮৪টি ত্রাণ কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে।

Must read

রাজ্যে তীব্র বৃষ্টিপাতের মধ্যে তামিলনাড়ুর (TamilNadu) তিরুনেলভেলিতে বন্যায় প্লাবিত রাস্তায় একটি বাড়ি ধসে পড়ার মুহূর্ত প্র্রকাশ্যে এসেছে। ফুটেজে দেখা গিয়েছে যে বাড়ির পুরো কাঠামোটি মাটিতে ভেঙে পড়ছে। ভারতের আবহাওয়া বিভাগ অনুসারে, দক্ষিণ তামিলনাড়ুর ৩৯টি অঞ্চলে সোমবার ভারী বৃষ্টিপাত হয়েছে।

আরও পড়ুন-সংসদ হানা নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

তামিলনাড়ুতে এই বৃষ্টির ফলে ৭৫০০ লোককে সরিয়ে নেওয়া হয়েছে, ৮০০জন ট্রেন যাত্রী আটকা পড়েছে। এই ঘটনার ফলে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। তিরুনেলভেলি এবং থুথুকুডি সহ দক্ষিণ তামিলনাড়ুর বেশ কয়েকটি অঞ্চলে গ্রাম, শহর, রাস্তা গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের পরে নদীর সমান হয়ে গিয়েছে। মুষলধারে বৃষ্টির কারণে তামিলনাড়ুর চারটি দক্ষিণ জেলার নিচু এলাকায় বসবাসকারী লোকজনকে ত্রাণ কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় সোমবার তুতিকোরিন বিমানবন্দরে অন্তত আটটি ফ্লাইট বাতিল করা হয়েছে। তামিলনাড়ুর থুথুকুডি জেলার রেলওয়ে স্টেশনগুলিতে ৮০০ টিরও বেশি যাত্রী আটকা পড়েছে বলে খবর।

আরও পড়ুন-গণতন্ত্র ধ্বংস সংসদে: লোকসভায় তৃণমূলের ৯ রাজ্যসভায় ৭ জন সাসপেন্ড, একদিনে বহিষ্কৃত ৭৮ জন বিরোধী সাংসদ

চারটি জেলা – তিরুনেলভেলি, তুতিকোরিন, টেনকাসি এবং কন্যাকুমারী থেকে মোট ৭৪৩৪ জনকে ৮৪টি ত্রাণ কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। রাজ্যের বন্যা কবলিত অঞ্চলে মানুষকে সাহায্য করার জন্য মোট ৪২৫ জন দুর্যোগ মোকাবিলা দলের সদস্যদের মোতায়েন করা হয়েছে। এদিকে, সোমবার ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে থুথুকুডি জেলার কায়ালপট্টিনামে সর্বোচ্চ ৯৫ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। থুথুকুডি জেলায় অবস্থিত মন্দিরের শহর তিরুচেন্দুরেও ভারী বৃষ্টিপাত হয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন বন্যা কবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ তদারকির জন্য চারজন মন্ত্রী – উদয়নিধি স্টালিন, ইভি ভেলু, পি মুরথি এবং আরএস রাজাকান্নাপ্পানকে নিযুক্ত করেছেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজ্যের বৃষ্টি পরিস্থিতি সম্পর্কে অবহিত করার জন্য মঙ্গলবার তাঁর সাথে দেখা করার জন্য সময় চেয়ে চিঠি লিখেছেন।

 

Latest article