আজ, সোমবার সকালেই ভয়াবহ দুর্ঘটনা। প্রশিক্ষণ চলাকালীন হঠাৎ করেই ভেঙে পড়ল বায়ুসেনার (Indian Airforce) একটি বিমান। সোমবার সকাল ৮টা ৫৫ মিনিট নাগাদ তেলঙ্গানার দিন্দিগুলে এয়ারফোর্স অ্যাকাডেমিতে প্রশিক্ষণ চলাকালীন এই বিমান ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। তেলেঙ্গানার মেদক জেলায় এই প্রশিক্ষক বিমান ভেঙে আজ ভারতীয় বিমান বাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বিমানটি হায়দ্রাবাদের এয়ার ফোর্স একাডেমি (এএফএ) থেকে একটি নিয়মিত প্রশিক্ষণের জন্য ওড়ার সময় বিমানের এই দুর্ঘটনা ঘটেছিল। বিমানটির ভেতরে একজন প্রশিক্ষক এবং একজন ছাত্র পাইলট ছিলেন এবং তাদের দুজনেরই মৃত্যু হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর তরফে জানানো হয়েছে, একটি Pilatus PC 7 Mk II বিমান আজ সকালে AFA, হায়দ্রাবাদ থেকে একটি নিয়মিত প্রশিক্ষণের সময় দুর্ঘটনার সম্মুখীন হয়েছে৷ এটা গভীর দুঃখের সাথে আইএএফ নিশ্চিত করেছে যে বিমানটিতে থাকা উভয় পাইলটই নিহত হয়েছেন”।
Pilatus PC 7 Mk II এয়ারক্রাফ্ট হল একটি একক-ইঞ্জিন বিমান, যার উপর IAF পাইলটরা প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে বিমান বাহিনী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাইলটদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।