‘মিগজাউম’ তাণ্ডব দেখাবে ১১০ কিমি বেগে! বাংলায় ১১ জেলায় বৃষ্টি

Must read

‘মিগজাউম’- এর (Cyclone Michaung) জেরে ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে শুরু হয়েছে বৃষ্টি। একইসঙ্গে এর প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের ১১ জেলাতেও। আবহাওয়াবিদদের অনুমান, এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও মছলিপত্তনমের মাঝামাঝি। সেই সময় মিগজাউম ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার এবং সর্বোচ্চ ১১০ কিলোমিটার গতিবেগ হতে পারে। স্থলভাগে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর গতিপথ পরিবর্তন করে উত্তর দিকে এগোবে। হাওয়া অফিসের আধিকারিকরা তামিলনাড়ু, পণ্ডিচেরি, অন্ধ্রপ্রদেশে উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছেন।

আরও পড়ুন-ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, ২ পাইলট মৃত

আবহওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় মিগজাউম (Cyclone Michaung) এই মুহূর্তে পণ্ডিচেরি থেকে ২২০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই থেকে ২২০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে। নেল্লোর থেকে ৩৮০ কিলোমিটার দক্ষিণ পূর্ব এবং মছলিপত্তনম থেকে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে ৪৫০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়। শক্তি বাড়িয়ে আগামিকাল, মঙ্গলবার দুপুরে এই ঘূর্ণিঝড় দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানবে। আগামিকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত বাংলার একাধিক জেলা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া এবং ঝাড়গ্রামে বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে পার্বত্য এলাকাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলে শুক্রবারের পর থেকে পারদ নামতে পারে।

Latest article