কর্মীসঙ্কট এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে, বাতিল কমপক্ষে ৮০টি বিমান

জানা যাচ্ছে, ৭০টির বেশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান বাতিল করতে হয়েছে এই বিমান সংস্থাকে। স্বাভাবিকভাবেই এই ঘটনার ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা।

Must read

কর্মীসঙ্কটের সম্মুখীন হল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express)। জানা যাচ্ছে, ৭০টির বেশি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমান বাতিল করতে হয়েছে এই বিমান সংস্থাকে। স্বাভাবিকভাবেই এই ঘটনার ফলে সমস্যায় পড়েছেন যাত্রীরা। সূত্রের খবর, একসঙ্গে প্রায় ৩০০ কর্মী হঠাৎ করেই ছুটি নিয়েছেন। কিন্তু ঠিক কী কারণে এতজন একসাথে ছুটিতে সেটা জানা যায়নি।

আরও পড়ুন-হাওড়ার পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনায় বেঙ্গালুরু থেকে ধৃত পাঁচ

জানা যাচ্ছে, এয়ার ইন্ডিয়ার শতাধিক কেবিন ক্রু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। সকলে ছুটি নিয়েছেন। তাদের সকলের মোবাইল ফোন বন্ধ। একসঙ্গে এত কর্মী না থাকায় এর প্রভাব পড়েছে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমান পরিষেবায়। যার ফলে বাতিল করতে হয়েছে ৭৯টির মতো বিমান। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিলেও নতুন নিয়োগ পদ্ধতি নিয়ে কয়েক দিন ধরেই কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কর্মীদের এভাবে ছুটি নেওয়া নিয়োগ নীতির বিরুদ্ধে প্রতিবাদপন্থাও হতে পারে বলে মনে করা হচ্ছে। টাটা গ্রুপের সঙ্গে যোগ হওয়ার পরই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ক্রু-রা কর্মীদের সঙ্গে বিরূপ ব্যবহারের অভিযোগ করেছেন। ইন্টারভিউ পাশ করার পরও তাদের নীচু পদে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ জানানো হয়েছে। তাদের কমপেনসেশন প্যাকেজ বদলে দেওয়া হয়েছে। নতুন ডিউটি রস্টারে পাইলটদের যথেষ্ট বিশ্রামের সময় দেওয়া হচ্ছে না।

এয়ার ইন্ডিয়ার মুখপাত্রের দাবি তারা কেবিন ক্রুদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। দ্রুত সমস্যা সমাধান করে বিমান পরিষেবা স্বাভাবিক করার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Latest article