এবার কোটি টাকা জরিমানার মুখে এয়ার ইন্ডিয়া (Air India- DGCA)। নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ এই বিমান পরিবহন সংস্থার বিরুদ্ধে। এর জেরে এয়ার ইন্ডিয়াকে ১কোটি ১০ লক্ষ টাকা জরিমানা করল কেন্দ্র।
অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তরফে ডিজিসিএ এক বিবৃতিতে জানায়, যাত্রীদের নিরাপত্তা লঙ্ঘন সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তদন্তের পরেই বিমান সংস্থার বিরুদ্ধে জরিমানার সিদ্ধান্ত হয়েছে। ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে, একাধিক কঠিন দূরপাল্লার রুটে নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছিল এয়ার ইন্ডিয়া বিমান পরিবহন সংস্থার বিরুদ্ধে। এরপর বিমান সংস্থার এক কর্মীর সঙ্গে কথা বলার পরেই ব্যবস্থা নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।
আরও পড়ুন- প্রশাসনিক সভা সেরে ফেরার পথে মাথায় চোট পেলেন মুখ্যমন্ত্রী
ডিজিসিএ আরও জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার (Air India- DGCA) বিমানে নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ সংক্রান্ত একটি রিপোর্ট পাওয়ার পরে তদন্ত চালানো হয়। এবং তাতেই সামনে আসে নিরাপত্তা সংক্রান্ত গাফিলতির বিষয়টি।