সিডনিগামী এয়ার ইন্ডিয়ার বিমান বিপর্যয়

এয়ার ইন্ডিয়াকে ঘিরে বিতর্ক তুঙ্গে। কিছুদিন আগেই এয়ার ইন্ডিয়ার দুবাই ফেরত এক বিমানের ককপিটে পাইলট মহিলা যাত্রীকে ডেকে বসিয়েছিলেন

Must read

দিল্লি থেকে অস্ট্রেলিয়ার সিডনিগামী এয়ার ইন্ডিয়ার বিমান বিপর্যয়। আকাশ পথে ঝঞ্ঝার মধ্যে পড়ে যায় বিমান। এর জেরে অনেক যাত্রী বিমানের মধ্যে আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও কেউ হাসপাতালে ভর্তি হননি।

একজন যাত্রীর গুরুতর আঘাত লেগেছে। তাঁর অনেক জায়গায় আঘাত লেগেছে। সিডনিতে নেমেই তাঁকে চিকিৎসাধীন রাখা হয়েছে। ডিজিসিএর তরফে এই মর্মে জানানো হয়েছে, ‘এয়ার ইন্ডিয়া B787-800 এয়ারক্রাফ্ট ’ দিল্লি থেকে সিডনির দিকে যাচ্ছিল, সেটা মাঝ আকাশে ঝঞ্ঝার মধ্যে পড়ে।

আরও পড়ুন-মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে উঠল প্রশ্ন

উল্লেখ্য, এয়ার ইন্ডিয়াকে ঘিরে বিতর্ক তুঙ্গে। কিছুদিন আগেই এয়ার ইন্ডিয়ার দুবাই ফেরত এক বিমানের ককপিটে পাইলট মহিলা যাত্রীকে ডেকে বসিয়েছিলেন । ঘটনার জেরে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। পাইলটের লাইসেন্স তিন মাসের জন্য বাতিল করে ডিজিসিএ।

Latest article