মোদি সরকারের বঞ্চনার প্রতিবাদে শিলিগুড়িতে ধর্ণা তৃণমূল মহিলা কংগ্রেসের (AITC Women’s Cell)। ১০০ দিনের কাজ, আবাস যোজনার টাকা দেওয়া- সহ একাধিক দাবিতে সোমবার থেকে শিলিগুড়িতে ৩২ ঘণ্টার ধর্না শুরু করল তৃণমূল মহিলা কংগ্রেস। মৈনাক পর্যটন আবাসের সামনে এই ধর্নায় উপস্থিত তৃণমূল মহিলা কংগ্রেসের (AITC Women’s Cell) রাজ্য সভানেত্রী তথা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), স্মিতা বক্সি (Smita Bakshi) সহ অন্যান্য রাজ্য নেতৃত্ব। মঙ্গলবার বিকেল সাড়ে চারটে পর্যন্ত টানা এই ধর্না চলবে বলে জানিয়েছেন চন্দ্রিমা। এদিন চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে বঞ্চনা করে চলেছে। রাজ্যের ন্যায্য প্রাপ্য আটকে রেখেছে। উপরন্তু বিভিন্নভাবে আমাদের হেনস্থা করছে। এর প্রতিবাদেই এই ধর্না।‘ স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গে তাঁর বক্তব্য, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালই শুধু নয়, রাজ্যের সমস্ত হাসপাতালেই সরকারিভাবে অ্যাম্বুল্যান্স দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও নিশ্চয়ই মুখ্যমন্ত্রী এই ব্যবস্থা করবেন।‘ তবে দালালরাজের তত্ত্ব তিনি ফুঁৎকারে উড়িয়ে দিয়েছেন।
আরও পড়ুন- বজবজে বিস্ফোরণ: গ্রেফতার ৩৬, উদ্ধার কয়েক কিলো বারুদ