প্রতিবেদন : অধ্যাপক অজন্তা বিশ্বাস সিপিএমের পার্টি সদস্যপদ পুনর্নবীকরণ করনেনি। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তিনি কি সিপিএমের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন? ২০২১ এর জুন মাসে বাংলার নারীশক্তি নিয়ে ‘জাগোবাংলা’য় তিনি একটি নিবন্ধ লেখেন। যেখানে তিনি বাংলার নারীশক্তির সাম্প্রতিকতম উদাহরণ দিতে গিয়ে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আলোচনায় আনেন।
আরও পড়ুন-চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ১৬৩টি ছবি
এরপরই তাঁকে সিপিআইএম তিন মাসের জন্য সাসপেন্ড করে। অনিল বিশ্বাস কন্যা অজন্তা অবশ্য মেম্বারশিপ নিয়ে কোনও বিরূপ মন্তব্য বা পদক্ষেপ করেননি। সিপিএমের গঠনতন্ত্র অনুযায়ী, মার্চ মাসের মধ্যে পার্টির সদস্যপদ নবীকরণ হয়। নবীকরণের আবেদনপত্র জমা পড়ে। তারপর স্ক্রুটিনি হয়৷ মার্চ মাসের মধ্যে সদস্যপদ নবীকরণের অর্থ পার্টির মেম্বারশিপ ছেড়ে দেওয়া নয়। প্রয়োজনে দল তারপরেও নবীকরণ করতে পারে।