চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ১৬৩টি ছবি

এবছর কোভিড পরিস্থিতি অনেকটা স্বাভাবিক তাই, ১০০ শতাংশ আসনেই দর্শকরা বসতে পারছেন। উৎসব চলাকালীন দিনের-দিনই বিলি করা হচ্ছে ছবির দেখার পাস।

Must read

চন্দন বন্দ্যোপাধ্যায়: সোমবার থেকে শুরু হয়েছে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ দক্ষিণ কলকাতার নজরুলমঞ্চে উদ্বোধন হয়েছে এই অনুষ্ঠানের। কোভিড বিধিনিষেধ মেনেই চলছে উৎসব। চলচ্চিত্র উৎসবের শুরুতেই দেখানো হয়েছে সত্যজিৎ রায়ের ‘অরণ্যের দিনরাত্রি’৷ কারণ, এবছরের চলচ্চিত্র উৎসবের ‘ফোকাস কান্ট্রি’ ফিনল্যান্ড।

আরও পড়ুন-অনলাইনে প্রতারণা রুখে দিল পুলিশ

৭১টি দেশ থেকে মোট ১৬৯৮টি ছবি জমা পড়েছিল এই চলচ্চিত্র উৎসবে। তার মধ্যে থেকে বাছাই করে দেখানো হচ্ছে ১৬৩টি ছবি। যার মধ্যে রয়েছে ৪৬টি বিদেশি ছবি, ১০৪টি ফিচার ফিল্ম, ৫৯টি শর্ট এবং ডকুমেন্টারি ফিল্ম। সাতদিন ব্যাপী এই উৎসবে ১০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ৪১টি দেশের ১৬৩টি ছবি। নন্দন ১,২,৩, রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, চলচ্চিত্র শতবর্ষ ভবন, রবীন্দ্র ওকাকুরা ভবন, নজরুল তীর্থ ১,২ এবং কলকাতা ইনফরমেশন সেন্টার কনফারেন্স হল মিলিয়ে মোট এই ১০টি জায়গায় দেখানো হবে ছবিগুলি। এবছর শ্রদ্ধাঞ্জলি দেওয়া হচ্ছে সত্যজিৎ রায়, চিদানন্দ দাশগুপ্ত এবং হাঙ্গেরিয়ান ফিল্মমেকার মিকলোস ইয়াঞ্চকে। এছাড়াও স্মরণ করা হবে বুদ্ধদেব দাশগুপ্ত, দিলীপ কুমার, জাঁ পল বেলমন্ডো, জাঁ ক্লদ ক্যারিরি, স্বাতীলেখা সেনগুপ্ত, সুমিত্রা ভাবে, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধায়, বাপ্পি লাহিড়ী এবং অভিষেক চট্টোপাধ্যায়কে। সাতদিন ব্যাপী প্রদর্শিত হবে তাঁদের একাধিক ছবি। তার সঙ্গে থাকছে সিনে আড্ডা, সেমিনার, সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার এবং প্রদর্শনীর ব্যবস্থাও।

আরও পড়ুন-নেশামুক্তি কেন্দ্রে হত যুবক

সত্যজিতের শতবর্ষ উপলক্ষে তাঁর ছবির পোস্টার জুড়ে তৈরি করা হয়েছে সত্যজিৎ ওয়াল। চলচ্চিত্র উৎসবে প্রতিবারের মতো এবারও সেজে উঠেছে নন্দন চত্বর। এটি এমনই একটা উৎসব যার জন্য গোটা একটা বছর অপেক্ষা করে থাকেন সিনেমাপ্রেমীরা। কিন্তু কলকাতায় করোনার বাড়বাড়ন্তর কারণে চলতি বছরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেশ কিছু বিধিনিষেধ রাখা হয়েছে। তবে কড়া বিধিনিষেধ মেনেই চলছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। এবছর কোভিড পরিস্থিতি অনেকটা স্বাভাবিক তাই, ১০০ শতাংশ আসনেই দর্শকরা বসতে পারছেন। উৎসব চলাকালীন দিনের-দিনই বিলি করা হচ্ছে ছবির দেখার পাস।

Latest article