প্রতিবেদন : চলে গেলেন ইস্টবেঙ্গল ক্লাবের স্বর্ণযুগের সফল ফুটবল সচিব অজয় শ্রীমানী (Ajay Srimani)। দীর্ঘদিন ধরেই তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। ১৯৭০ থেকে ১৯৭৫ সালকেই ইস্টবেঙ্গলের স্বর্ণযুগ বলা হয়। সেই সময়ে ফুটবল মাঠে অপ্রতিরোধ্য ছিল ইস্টবেঙ্গল। স্বাধীনতার পর টানা পাঁচবার কলকাতা লিগ জিতে নতুন ইতিহাস তৈরি করেছিল শতাব্দীপ্রাচীন ক্লাব। শ্রীমানীর জমানাতেই মোহনবাগানকে প্রথম ৫-০ গোলে হারিয়েছিল ইস্টবেঙ্গল। যা আজও রেকর্ড। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছে ইস্টবেঙ্গল ক্লাব। উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটে প্রয়াত ফুটবল সচিবের মরদেহে ফুল-মালা, লাল-হলুদ পতাকায় শ্রদ্ধা জানান ক্লাব কর্তারা। যদিও শেষ জীবন পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাবের প্রতি ছিল তাঁর অভিমান। ছয়ের দশক থেকে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে ছিলেন শ্রীমানী (Ajay Srimani)। জ্যোতিষ গুহর হাত ধরে ইস্টবেঙ্গলের কর্মকর্তা হয়ে ওঠা মোহনবাগান পরিবারের ছেলেকে সবুজ-মেরুন ক্লাবের সদস্য করে দিয়েছিলেন ধীরেন দে। ৫০ বছরের বেশি সময় ধরে শ্রীমানী ছিলেন দুই প্রধানের সদস্য।
আরও পড়ুন- ভারত-পাক ম্যাচে ফের বৃষ্টির আশঙ্কা