ভারত-পাক ম্যাচে ফের বৃষ্টির আশঙ্কা

কলম্বোতে রবিবার

Must read

কলম্বো, ৬ সেপ্টেম্বর : গ্রুপ লিগে ক্যান্ডিতে আয়োজিত দু’দলের ম্যাচটা ভেস্তে গিয়েছিল প্রবল বৃষ্টিতে। এশিয়া কাপের সুপার ফোর-এ রবিবার ফের পরস্পরের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান (india-Pakistan)। স্থানীয় অবহাওয়া দপ্তর জানিয়েছে, ৯ সেপ্টেম্বরের পর থেকে আবহাওয়ার খানিকটা উন্নতি হবে। কিন্তু রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে!
প্রসঙ্গত, পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচটা ছাড়া সুপার ফোর-এর বাকি চারটে ম্যাচই হবে কলম্বোয়। অথচ কলম্বোতে গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। তাই এই চারটে ম্যাচ কলম্বো থেকে সরিয়ে হামবানটোটায় নিয়ে যাওয়ার কথা উঠেছিল। যদিও মঙ্গলবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, এশিয়া কাপের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কলম্বোতেই ম্যাচ হবে।

আরও পড়ুন- তিনে শুভমন

স্থানীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবার ৫০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে প্রতি ঘণ্টায় ১৫ থেকে ৩০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। যদি এই পূর্বাভাস মিলে যায়, তাহলে সেদিন ভারত-পাকিস্তান ম্যাচে ব্যাঘাত ঘটতে পারে। শেষ পর্যন্ত যদি ফের বৃষ্টিতে এই ম্যাচ ভেস্তে যায়, তাহলে হতাশ হবেন ক্রিকেটপ্রেমীরাও। গ্রুপ লিগের ভারত-পাক ম্যাচে বৃষ্টির জন্য একাধিকবার খেলা বন্ধ রাখতে বাধ্য হয়েছিলেন আম্পায়াররা। প্রথমে ব্যাট করে শেষ পর্যন্ত ৪৮.১ ওভারে ২৬৬ রানে অলআউট হয়েছিল ভারত (india-Pakistan)। কিন্তু এর পরেই শুরু হয়েছিল প্রবল বৃষ্টি।
এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের অভিযোগ, এসিসি প্রধান জয় শাহর জন্যই কলম্বো থেকে ম্যাচ সরিয়ে আনা সম্ভব হয়নি। পাক মিডিয়া আবার দাবি করছে, কলম্বো থেকে সুপার ফোর-এর ম্যাচ হামবানটোটায় সরছে বলে এসিসি-র তরফে সব সদস্যকে ইমেল করা হয়েছিল। কিন্তু কয়েক ঘণ্টা পরেই সেই মেল মুছে দিয়ে জানিয়ে দেওয়া হয়, কলম্বোতেই ম্যাচ হবে।

Latest article