সংবাদদাদতা, ডায়মন্ড হারবার : ২০২৪ সালে লোকসভা নির্বাচন। তার আগেই রাজ্যে হবে পঞ্চায়েত নির্বাচন। গত ১৮ জুন পৈলানে এক অনুষ্ঠান থেকে ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচির ঘোষণা করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। এমনকি এলাকার বাসিন্দাদের যাবতীয় সমস্যার কথা সাংসদকে জানানোর জন্য তৃণমূলের পক্ষ থেকে খোলা হয়েছে একটি হেল্পলাইন নম্বর ৭৮৮৭৭৭৮৮৭৭। এই কর্মসূচি শুধুমাত্র ফোনালাপে আটকে না রেখে সরাসরি মানুষের আরও কাছে পৌঁছে যাওয়ার জন্য ব্লকস্তরের নেতাদের নির্দেশ দেওয়া হয়েছিল।
আরও পড়ুন-সিকিয়াঝোরা পর্যটনকেন্দ্রে বায়োডায়ভার্সিটি পার্ক
আর সেই নির্দেশ পাওয়ার পর থেকেই প্রত্যেকদিন সকাল-বিকেল নির্দিষ্ট সময় ধরে ডায়মন্ড হারবার ১ নম্বর ও ২ নম্বর ব্লক নেতৃত্ব অঞ্চল ও বুথ স্তরের নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে পৌঁছে যাচ্ছেন বুথে বুথে। বেছে বেছে শাসকদল ঘেঁষা নয় প্রত্যেক বুথের এমন বাসিন্দাদের বাড়িতে পৌঁছে গিয়ে সমস্যা নিয়ে কথা বলছেন ব্লক নেতৃত্বরা। এমনকি সেই সমস্ত পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির কার্ড। আর সেই কার্ডেই থাকছে হেল্পলাইন নম্বর। আর এই হেল্পলাইন নম্বরেই ফোন করে নিজেদের যে কোনো সমস্যার কথা জানানোর আবেদন জানাচ্ছেন ব্লক নেতৃত্বরা। তবে সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অভিনব প্রয়াসে দ্রুত সমস্যার সমাধান মিলবে বলে আশাবাদী এলাকার বাসিন্দারাও।
আরও পড়ুন-বাঁধ টপকে জলোচ্ছ্বাস, ক্ষতিগ্রস্ত মেরিন ড্রাইভ
শনিবার সকালে সরিষা নবাসন এলাকায় বাড়িতে বাড়িতে ঘুরতে দেখা গেল ডায়মন্ড হারবার দু’নম্বর ব্লকের তৃণমূল সভাপতি অরুময় গায়েনকে। সঙ্গে ছিলেন সরিষা গ্রাম পঞ্চায়েতের অবজারভার শামিম আহমেদ সহ দলীয় নেতৃত্বরা। অন্যদিকে এদিন বিকেলে মশাট এলাকার বাড়িতে বাড়িতে ঘুরতে দেখা গেল ডায়মন্ড হারবার এক নম্বর ব্লক যুব সভাপতি গৌতম অধিকারীকে। প্রত্যেকেই প্রত্যেক বাড়িতে পৌঁছে বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা জানার চেষ্টা করেন। ডায়মন্ড হারবার দু’নম্বর ব্লকের তৃণমূল সভাপতি অরুময় গায়েন জানান, ‘সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে আমরা ব্লকের প্রত্যেক বুথের প্রত্যেকটা বাসিন্দার বাড়িতে যাচ্ছি।