প্রতিবেদন : ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপিকে হঠানোর জন্য নতুন সূত্রের কথা জানালেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। ঠিক যেভাবে তৃণমূলনেত্রী প্রস্তাব দিয়েছিলেন, বিজেপিকে হারাতে যে বিরোধী দল যেখানে শক্তিশালী সেখানেই প্রার্থী দিক, সেই কৌশল অনুসরণের কথা এবার বললেন সপা প্রধানও। শনিবার লখনউয়ে একটি অনুষ্ঠানে অখিলেশ বলেন, পিডিএ বনাম এনডিএ-র লড়াই হলে ২০২৪-র নির্বাচনে বিজেপিকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া যাবে।
আরও পড়ুন-বিজেপির হাতে খুন হয়েছিলেন দাদা জবাব দিতে এবার ভাই তৃণমূলপ্রার্থী
পিডিএ অর্থাৎ পিছড়ে, দলিত ও সংখ্যালঘু শ্রেণির ঐক্য। এই ঐক্যবদ্ধ শক্তিই এনডিএকে পরাজিত করবে। আগামী বছর সাধারণ নির্বাচনের জন্য একটি পূর্ণাঙ্গ ঐক্যবদ্ধ বিরোধী জোটের বিষয়ে তাঁর দলের দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে অখিলেশ বলেন, উত্তরপ্রদেশের জন্য তাঁর স্লোগান হবে ৮০-কে হারান, বিজেপিকে সরান। অখিলেশ বলেন, যদি বড় জাতীয় দলগুলি আমাদের সমর্থন করে তবে উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনেই বিজেপি পরাজিত হবে। সপা প্রধান জোরের সঙ্গে বলেন, তিনি সবসময় মনে করেন, যে রাজ্যে জোটের যে অংশীদার শক্তিশালী সে কথা মাথায় রেখে আসন বণ্টন করা উচিত।
আরও পড়ুন-চোপড়ার ঘটনায় ধৃত ১৭
রাজ্য ও জাতীয় নির্বাচনের জন্য কংগ্রেস এবং মায়াবতীর বিএসপির সঙ্গে তাঁর দলের পূর্ববর্তী জোটের কথা উল্লেখ করে অখিলেশ দাবি করেন, সমাজবাদী পার্টি সর্বদা একটি সৎ এবং সহানুভূতিশীল জোটের অংশীদার। সমাজবাদী পার্টি যেখানে জোটে আছে, সেখানে আমরা কখনও শরিকদের সঙ্গে আসন নিয়ে লড়াই করি না।