চোপড়ার ঘটনায় ধৃত ১৭

সর্বত্রই পুলিশের লাগাতার নজরদারি চলছে। এমনকি বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী। যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে।

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ: চোপড়ার (Chopra) গুলিকাণ্ডে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন এলাকায় লাগাতার পুলিশের টহলদারিতে ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হচ্ছে। সর্বত্রই পুলিশের লাগাতার নজরদারি চলছে। এমনকি বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী। যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে।

আরও পড়ুন-আমি যখন বাবা

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার বিরোধীদের উসকানিতে অশান্তি হয় চোপড়ায়। চলে গুলি। ছজন গুরুতর জখম হন। যাদের মধ্যে ২ জনের চিকিৎসা চলছে শিলিগুড়ির বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। খুলছে দোকানপাট। পুলিশি তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এলাকায়।

Latest article