করাচি, ১৭ মার্চ : দুটি টেস্ট। আটটি সেঞ্চুরি। ছ’টি পাকিস্তানের। দুটি অস্ট্রেলিয়ার। এতেই শেষ নয়। রাওয়ালপিন্ডি ও করাচি মিলিয়ে দুই টেস্টে উঠেছে ২৩০০-রও বেশি রান। পিন্ডিতে উইকেট পড়েছিল ১৪টি। করাচিতে ২৮টি। পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যে চলতি সিরিজের প্রথম দুই টেস্টের পরিসংখ্যান মোটামুটি এই।
আরও পড়ুন-ফেডেরারকে হারানো হাতে রাইফেল স্তাখোভস্কির
স্বাভাবিকভাবেই প্রাক্তনরা তিতিবিরক্ত। অনেক সাধ্য-সাধনার করে ২৪ বছর পর অস্ট্রেলিয়াকে পূর্ণাঙ্গ সিরিজে আনা গিয়েছে। পাটা উইকেটে টেস্ট ক্রিকেটের মজাটাই মাটি হচ্ছে। ওয়াসিম আক্রম বলেছেন, তাঁর খেলা দেখতে ইচ্ছে করছে না। কারণ, দুটো বল দেখেই তিনি এই উইকেটের হাল-হকিকত বুঝে গিয়েছেন। তিনি পিসিবি চেয়ারম্যান রামিজ রাজাকে একহাত নিয়েছেন। ছেড়ে কথা বলেননি আর এক প্রাক্তন সলমন বাটও। এমনকী পিন্ডির উইকেট নিয়ে ক্ষোভ জানিয়েছিল আইসিসিও। এবার আরও আক্রমণাত্মক হয়ে পিসিবিকে খোঁচা দিলেন প্রাক্তন ফাস্ট বোলার আকিব জাভেদ।
আরও পড়ুন-লক্ষ্যর জয়, সিন্ধুর হার
কী বলেছেন আকিব? এটাই যে, পিসিবি বরং ভারতীয় কিউরেটরদের থেকে বুদ্ধি ধার নিক। তাদের থেকে শিখুক, কী করে ঘূর্ণি উইকেট বানাতে হয়! একটি ইউটিউব চ্যানেলে আকিব বলেন, ‘‘অন্য কোথাও যাওয়ার কী দরকার? আমি বরং বলব ভারতীয় কিউরেটররা মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরুতে কীভাবে স্পিনারদের জন্য টার্নার বানায়, সেটা দেখে শিখুক ওরা। অবাক লাগছে এটা দেখে যে আমাদের স্পিনারদের জন্য পাকিস্তানে এখনও কোনও স্পিনের উইকেট হয়নি।” চাপের মুখে পিসিবি লাহোর টেস্টের আগে আইসিসি থেকে কিউরেটর টবি লামসডেনকে নিয়ে এসেছে। তিনি স্থানীয় কিউরেটরদের সাহায্য করবেন। শোনা যাচ্ছে পাকিস্তানের সব উইকেটের খোলনলচে বদলানোর জন্য পিসিবি চেয়ারম্যান রামিজ লামসডেনকে দায়িত্ব দিতে পারেন।