ফেডেরারকে হারানো হাতে রাইফেল স্তাখোভস্কির

দু’সপ্তাহ আগে ইউক্রেনে ফিরে টেরিটেরিয়াল আর্মিতে যোগ দিয়েছেন এই টেনিস তারকা। তার আগে দুবাইতে স্ত্রী-সন্তানদের নিয়ে ছুটি কাটাচ্ছিলেন।

Must read

কিয়েভ, ১৭ মার্চ : ২০১৩-তে টেনিস দুনিয়াকে চমকে দিয়েছিলেন তিনি। উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে হারিয়েছিলেন রজার ফেডেরারকে। ইউক্রেনের সেই হইচই ফেলে দেওয়া টেনিস প্লেয়ার সার্জেই স্তাখোভস্কি এখন হাতে কালাশনিকভ নিয়ে মাতৃভূমি রক্ষায় নেমেছেন। লড়ছেন রুশ আগ্রাসনের বিরুদ্ধে।

আরও পড়ুন-লক্ষ্যর জয়, সিন্ধুর হার

স্তাখোভস্কি এখন সেনাবাহিনীতে ভলান্টিয়ারের ভূমিকা পালন করছেন। তিনি বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১১৬-তে উঠে এসেছিলেন। উইম্বলডনে ফেডেরারকে হারিয়েছিলেন দ্বিতীয় রাউন্ডে। কিন্তু ঘাসের কোর্টে দেখা সেই টেনিস তারকার সঙ্গে এই মাতৃভূমি রক্ষায় নামা ৩৬ বছরের তরুণের অনেক অমিল। স্তাখোভস্কি বলেছেন, ‘‘আমি যে রাইফেল হাতে খুব স্বচ্ছন্দবোধ করছি, তা নয়। কাউকে গুলি করতে হলে আমার কী অবস্থা হবে, তাও জানি না! আশা করি তেমন কিছু করতে হবে না আমায়।”

আরও পড়ুন-আততায়ীর সন্ধান দিলেই মিলবে পুরস্কার, অপরাধীর স্কেচ করাল পুলিশ

দু’সপ্তাহ আগে ইউক্রেনে ফিরে টেরিটেরিয়াল আর্মিতে যোগ দিয়েছেন এই টেনিস তারকা। তার আগে দুবাইতে স্ত্রী-সন্তানদের নিয়ে ছুটি কাটাচ্ছিলেন। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের পর টেনিস র‍্যাকেটকে বিদায় জানিয়েছিলেন স্তাখোভস্কি। তিনি জানান, প্রথমে যখন স্ত্রীকে যুদ্ধে যাওয়ার কথা বলেছিলেন, তিনি আপসেট হয়ে পড়েছিলেন। এখন স্ত্রীও বুঝেছেন, এছাড়া আর কিছু করার ছিল না। এই অবস্থায় নোভাক জকোভিচের একটি বার্তা তাঁকে ছুঁয়ে গিয়েছে। জকোকেও ছোটবেলায় এসবের মধ্য দিয়েই যেতে হয়েছিল।

Latest article