মেলবোর্ন, ৩০ অক্টোবর : অস্ট্রেলীয় ক্রিকেটে বিষাদের দিন। ২৪ ঘণ্টার মধ্যে চলে গেলেন কিংবদন্তি অলরাউন্ডার অ্যালান ডেভিডসন ও প্রাক্তন অফস্পিনার অ্যাশলে ম্যালেট। ৯২ বছর বয়সে প্রয়াত হলেন অ্যালান। ক্যানসার আক্রান্ত অ্যাশলের বয়স হয়েছিল ৭৬। শোকস্তব্ধ ডনের দেশ। শনিবার সকালে দু’জনের মৃত্যুর খবর জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আরও পড়ুন : মিলার-ঝড়ে উড়ে গেল শ্রীলঙ্কা
তবে অস্ট্রেলীয়দের নাড়িয়ে দিয়েছে অ্যালানের মৃত্যু। অ্যালান ডেভিডসন ছিলেন বিশ্ব ক্রিকেটে অন্যতম সেরা তারকা। ধ্বংসাত্মক বাঁ-হাতি ফাস্ট বোলার ছিলেন। পাশাপাশি লোয়ার-মিডল অর্ডারে মারকুটে ব্যাটার ছিলেন তিনি। তিনিই বিশ্ব ক্রিকেটে প্রথম লোক যিনি একটি টেস্টে ১০ উইকেট নেওয়ার পাশাপাশি ১০০ রান করেছিলেন। ১৯৫৩ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত অ্যালান তাঁর উজ্জ্বল কেরিয়ারে ৪৪ টেস্ট খেলেছেন। পাকিস্তানের ওয়াসিম আক্রমের উত্থানের আগে তাঁকেই বলা হত বিশ্বের সেরা বাঁ-হাতি ফাস্ট বোলার। বল হাতে নিয়েছেন ১৮৬ টেস্ট উইকেট। রান করেছেন ১,৩২৮। বোলিং, ব্যাটিংয়ের সঙ্গে স্লিপে ফিল্ডিংও করতেন তুখোড়। যে কারণে সতীর্থদের কাছ থেকে ডাকনাম পেয়েছিলেন ‘ক্ল’ বা ‘থাবা’। ১৯৬০ সালে গাব্বায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টাই টেস্টে ভাঙা আঙুল নিয়ে খেলে প্রশংসা কুড়িয়েছেন। শোকবার্তায় ক্রিকেট অস্ট্রেলিয়া বলেছে, ‘‘অ্যালান ছিলেন আমাদের দেশের ক্রিকেটে একটা বিশাল ব্যক্তিত্ব।’’ অ্যালানকে হারানোর কয়েক ঘণ্টা আগে শুক্রবার প্রয়াত হয়েছেন প্রাক্তন অস্ট্রেলীয় অফস্পিনার অ্যাশলে ম্যালেট। ৩৮ টেস্ট ও ৯টি ওয়ান-ডে খেলেছেন তিনি।