ইডেনে নিউজিল্যান্ড ম্যাচে ফিরছে দর্শক

Must read

প্রতিবেদন : শুক্রবারই রাজ্য সরকার স্টেডিয়ামে ৭০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে। রাজ্য সরকারের নতুন নির্দেশিকায় খুশি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। সিএবি এই নির্দেশিকাকে স্বাগত জানিয়েছে। টি-২০ বিশ্বকাপের পরই ভারতে আসছে নিউজিল্যান্ড। টি-২০ সিরিজ দিয়ে উইলিয়ামসনদের সফর শুরু। সিরিজের শেষ টি-২০ অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর ইডেন গার্ডেন্সে। ভরা ইডেনেই সম্ভবত ম্যাচ খেলতে চলেছেন রোহিত-উইলিয়ামসনরা। সিরিজের বাকি ম্যাচগুলিতেও হয়তো মাঠে ফিরতে চলেছে দর্শক। সিএবি কর্তারা মনে করছেন, ৭০ শতাংশ না হলেও অন্তত ৩০-৩৫ হাজার দর্শক তো ইডেন গার্ডেন্সে বসে খেলা দেখতেই পারেন। ইডেনে এখন ৬৮ হাজার দর্শক খেলা দেখতে পারেন। ৭০ শতাংশ দর্শক হলে সংখ্যাটা হবে ৪৭-৪৮ হাজার। তাই কার্যত ভরা ইডেনেই ম্যাচ হবে। একটু আশঙ্কার ব্যাপার হচ্ছে, পুজোর পর কলকাতা তথা রাজ্যে কোভিড সংক্রমণ বাড়ছে। তবে সেটা যদি আগামী কয়েক সপ্তাহে নিয়ন্ত্রণে থাকে, তাহলে দু’বছর পর ইডেনে আন্তর্জাতিক ম্যাচের প্রত্যাবর্তন বেশ আকর্ষণীয় হতে যাচ্ছে।

আরও পড়ুন : বিদায় কিংবদন্তি ফাস্ট বোলার, চির ঘুমের দেশে পাড়ি ডেভিডসনের

এই প্রসঙ্গে এক সিনিয়র কর্তা বললেন, ‘‘মাঠে দর্শক প্রবেশের ব্যাপারে বিসিসিআই কী নির্দেশ দেয় সেটাও গুরুত্বপূর্ণ। আমরা যা সিদ্ধান্ত নেব, বোর্ড ও সরকারি গাইডলাইন মেনেই করব।’’ বোর্ড সূত্রে খবর, মাঠে সীমিত সংখ্যক দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে। এবং সঙ্গে টিকিট থাকলেও ভ্যাকসিন নেওয়ার শংসাপত্র হাতে থাকলেই স্টেডিয়ামে ঢোকার অনুমতি মিলবে।

Latest article