সন্তোষের দলকে শুভেচ্ছা ক্রীড়ামন্ত্রীর

Must read

প্রতিবেদন : সন্তোষ ট্রফিতে অভিযান শুরুর অনেক আগেই বাংলা দলের প্রস্তুতিতে গিয়ে ফুটবলারদের উদ্বুদ্ধ করছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী, এই দৃশ্য আগে দেখা যায়নি। যা দেখা গেল শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গন সংলগ্ন প্র্যাকটিস গ্রাউন্ডে। নভেম্বরের তৃতীয় সপ্তাহে সন্তোষ ট্রফির যোগ্যতা অর্জন পর্ব খেলবে বাংলা দল। তার আগে বাংলার ফুটবলারদের হাতে প্র্যাকটিস কিট তুলে দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

আরও পড়ুন : ইডেনে নিউজিল্যান্ড ম্যাচে ফিরছে দর্শক

এরপর প্রিয়ন্ত, মহীতোষদের পেপ টক দিলেন ক্রীড়ামন্ত্রী। সেখানে উঠে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর লড়াইয়ের উদাহরণ তুলে ধরেই ফুটবলারদের ক্রীড়ামন্ত্রী বললেন, ‘‘মুখ্যমন্ত্রী লড়াই করে এই জায়গায় উঠে এসেছেন। তোমরাও পারবে বাংলার সম্মান উঁচুতে তুলে ধরতে। বাংলা অনেকদিন সন্তোষ জেতেনি। এবার তোমরা ট্রফি জেত মুখ্যমন্ত্রীর জন্য।’’ এরপর ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‘বাংলার ফুটবলে আবার সোনালি সময় ফিরে আসুক। বাংলা যদি এবার সন্তোষ ট্রফির ফাইনালে ওঠে, দেশের যে প্রান্তেই খেলা হোক, আমি চলে যাব।’’

Latest article