৩ রাজ্যে জারি হল অ্যালার্ট, রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ পশ্চিম রাজস্থানে অ্যান্টি সাইক্লোন হওয়ার সম্ভাবনা রয়েছে৷ বাতাসে আর্দ্রতা কমে যাওয়ার কথা রয়েছে৷

Must read

দেশের অধিকাংশ রাজ্যে এখনো বেশ বৃষ্টি হচ্ছে৷ এই অবস্থায় দিল্লির মৌসম ভবন জানিয়েছে আগামী ২-৩ জিনে উত্তর পশ্চিম ভারতের বেশ কিছু অংশে এবং এর পার্শ্ববর্তী রাজ্য থেকে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে৷ গত মঙ্গলবার আইএমডি নিজেদের রিপোর্টে জানিয়েছে আগামী ২ দিনের মধ্যে পুদুচেরির আলাদা আলাদা এলাকায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে৷

আরও পড়ুন-রেশন তুলে দিতে চায় কেন্দ্র

আগামী ৪ দিনে উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া আছে৷ অন্যদিকে ওড়িশায় ২৮ ও ২৯ সেপ্টেম্বর ভারী বৃষ্টি সম্ভাবনার কথা জানানো হয়েছে৷ ২৯ ও ৩০ অক্টোবর মাঝারি বৃষ্টিপাত হয়েছে৷

উত্তর ভারতের দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থানের বেশ কিছু এলাকায় আগামী এক সপ্তাহ আবহাওয়া শুষ্ক থাকবে৷ আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ এবং দক্ষিণ কর্ণাটকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ গুজরাত, কেরল, লাক্ষাদ্বীপ, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে৷

আরও পড়ুন-মাদ্রাসা বৈঠক ১৩ অক্টোবর

গত রবিবার জানানো হয়েছিল আগামী ৫ দিনে উত্তর পশ্চিম এবং মধ্য ভারতে কম বৃষ্টি হবে৷ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এর মধ্যেই ফেরত যেতে শুরু করবে৷ আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ পশ্চিম রাজস্থানে অ্যান্টি সাইক্লোন হওয়ার সম্ভাবনা রয়েছে৷ বাতাসে আর্দ্রতা কমে যাওয়ার কথা রয়েছে৷

Latest article