প্রতিবেদন : ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ভাল খবর। শুক্রবার সকালেই কলকাতায় পা রাখছেন অ্যালেক্স লিমা (Alex Lima)। ব্রাজিলীয় মিডফিল্ডার এই মরশুমে জামশেদপুর এফসি ছেড়ে লাল-হলুদে যোগ দিয়েছেন। গতবার জামশেদপুরের হয়ে আইএসএলের লিগ শিল্ড জিতেছিলেন লিমা (Alex Lima)। এবার ইস্টবঙ্গলের জার্সিতে তিনি নিজেকে কতটা মেলে ধরতে পারেন, সেটাই দেখার।
সাইপ্রাসের ডিফেন্ডার কারালাম্বোস কিরিয়াকো ইতিমধ্যেই শহরে চলে এসেছেন। কোচ স্টিফেন কনস্ট্যানটাইনের তত্ত্বাবধানে দলের সঙ্গে অনুশীলনও করছেন নিয়মিত। বাকি তিন বিদেশি ইভান গঞ্জালেস, ক্লেটন সিলভা এবং এলিয়ান্দ্রোও সম্ভবত শনিবার চলে আসছেন বলে খবর। লাল-হলুদ শিবিরের খবর, এশীয় কোটার বিদেশিও চূড়ান্ত হয়ে গিয়েছে। খুব দ্রুত নাম ঘোষণা করে দেওয়া হবে। ডুরান্ডে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ২২ অগাস্ট। তার আগেই এশীয় কোটার বিদেশিও শহরে চলে আসবেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে পিছিয়ে পড়ছেন ঋষি
এদিকে, বৃহস্পতিবার প্রতিশ্রুতিমান স্ট্রাইকার হিমাংশু জাংরাকে তুলে নিল ইস্টবেঙ্গল। ১৮ বছরের তরুণ তুর্কি এক বছরের লোনে দিল্লি এফসি থেকে যোগ দিলেন লাল-হলুদে। এদিন দিল্লির কর্ণধার রঞ্জিত বাজাজ সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন। প্রসঙ্গত, হিমাংশু সদ্যসমাপ্ত অনূর্ধ্ব ২০ সাফ কাপে ভারতে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা পালন করেছিলেন। টুর্নামেন্টে তিনটি গোল করা ছাড়াও, সতীর্থদের দিয়ে আরও তিনটি গোল করিয়েছিলেন। মিনার্ভা অ্যাকাডেমি থেকে উঠে আসা হিমাংশু দিল্লি এফসির হয়ে আই লিগের দ্বিতীয় ডিভিশনে খেলেছেন। এবার লাল-হলুদ জার্সিতে আইএসএলে দেখা যাবে তাঁকে।