তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন, অভিষেকের হাত থেকে তুলে নিলেন পতাকা

উত্তরবঙ্গকে নিজেদের শক্তঘাঁটি বলে দাবি করত গেরুয়া শিবির। কিন্তু এখনও পর্যন্ত উত্তরবঙ্গেরই ৩ বিজেপি বিধায়ক দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন

Must read

বিজেপির বিধায়ক তালিকা থেকে ঝরে গেল আরেকটি নক্ষত্র। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল (Suman Kanjilal) বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে (TMC) যোগ দিলেন। রবিবার, ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত থেকে দলের পতাকা হাতে তুলে নেন তিনি।

আরও পড়ুন-৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি

সুমনের মতে, বিজেপিতে ঘৃণার রাজনীতি ও জনবিরোধী নীতির জন্যই দল ছেড়েছেন তিনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, গেরুয়া শিবিরের মানুষের উন্নয়ন করার কোনও ইচ্ছে নেই। বিজেপি-র সাংসদ-বিধায়করা গোষ্ঠী কোন্দলে ব্যস্ত। এর জেরে এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। আলিপুরদুয়ারের বিধায়কের অভিযোগ কাজ করতে না পেরেই পদ্ম ছেড়ে জোড়াফুলে যোগ দেন তিনি। এদিন সুমন কাঞ্জিলালকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান অভিষেক।

আরও পড়ুন-তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, বীরভূমের এসপি পদে রদবদল

উত্তরবঙ্গকে নিজেদের শক্তঘাঁটি বলে দাবি করত গেরুয়া শিবির। কিন্তু এখনও পর্যন্ত উত্তরবঙ্গেরই ৩ বিজেপি বিধায়ক দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন।

Latest article