অর্শদীপের পাশে সকলে

Must read

নয়াদিল্লি : পাকিস্তান (Pakistan) ম্যাচে সহজ ক্যাচ মিস করে তুমুল সমালোচনার মুখে পড়েছেন অর্শদীপ সিং (Cricketer Arshdeep Singh)। সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হওয়ার পাশাপাশি তরুণ ভারতীয় (India) পেসারের উইকিপিডিয়াতে লিখে দেওয়া হয় খালিস্তানিদের সঙ্গে তিনি যুক্ত! পরে সেই তথ্য মুছে দেওয়া হলেও এই ঘটনার পরিপ্রেক্ষিতে উইকিপিডিয়ার আধিকারিকদের তলব করেছে কেন্দ্রীয় আইটি মন্ত্রক। তবে এই কঠিন সময়ে অর্শদীপের পাশে দাঁড়িয়েছেন সতীর্থ রোহিত শর্মা, বিরাট কোহলিরা। বিরাট পাক ম্যাচের পর বলেন, ‘‘চাপের মুখে যে কেউ ভুল করতে পারে। আমি একবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে শাহিদ আফ্রিদির বলে খারাপ শট খেলে আউট হয়েছিলাম। তাই অর্শদীপকে দোষ দিয়ে লাভ নেই।’’ হরভজন সিং, ইরফান পাঠান, মহম্মদ হাফিজের মতো প্রাক্তনরাও ভরসা জুগিয়েছেন তরুণ পেসারকে।

আরও পড়ুন: শিক্ষকদিবসে গুরু গ্রেগকে শুভেচ্ছা জানিয়েও বিস্ফোরক সৌরভ

হরভজন ট্যুইট করেছেন, ‘‘তরুণ অর্শদীপের (Cricketer Arshdeep Singh) সমালোচনা বন্ধ হোক। কেউ ইচ্ছে করে ক্যাচ মিস করে না। আমরা আমাদের দলের জন্য গর্বিত। যাঁরা অর্শদীপকে নিয়ে অশালীন মন্তব্য করছে তাদের দেখে লজ্জা হচ্ছে। অর্শদীপ খাঁটি সোনা।’’
ওয়াঘার ওপার থেকে অর্শদীপের সমর্থনে ট্যুইট করেন প্রাক্তন পাক তারকা হাফিজও। তিনি লিখেছেন, ‘‘ভারতীয় সমর্থকদের অনুরোধ করছি অর্শদীপকে ট্রোল করা বন্ধ করুন। খেলার মধ্যে ভুল হয়েই থাকে। ক্রিকেটাররাও মানুষ। দয়া করে ওকে অপমান করবেন না।’’
প্রসঙ্গত, শুধু ক্রিকেট মহলই নয়, অর্শদীপের পাশে দাঁড়িয়েছেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-সহ আরও বহু রাজনৈতিক ব্যক্তিত্বও।

Latest article