সংবাদদাতা, জঙ্গিপুর : সারাক্ষণ তিনি মুখে বেফাঁস, অশালীন, কখনও উস্কানিমূলক কথার ফোয়ারা ছোটান। এবার বেফাঁস কাজও করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার পর নির্বাচনবিধি চালু হয়ে গিয়েছে। কিন্তু তার তোয়াক্কা না করেই বহরমপুর শহরের চুঁয়াপুের একটি ইতিমধ্যেই চালু হওয়া রেল ওভারব্রিজের ফিতে কেটে উদ্বোধন করলেন।
আরও পড়ুন-সন্ধ্যাতারা
শুক্রবার সকালে দিলীপ বিজেপির মুর্শিদাবাদ (দক্ষিণ) সাংগঠনিক জেলা সভাপতি শাখারভ সরকার ও জেলার অন্য বিজেপি নেতাদের সঙ্গে নিয়ে ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে ওভারব্রিজটি উদ্বোধন করেন। বহরমপুর পুরপ্রধান নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, এক সময় দেখেছি কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী এই ব্রিজ তৈরির কৃতিত্ব দাবি করতেন। এখন বিজেপি নেতারা পঞ্চায়েত নির্বাচনের আগে এই ব্রিজের কৃতিত্ব নেওয়ার জন্য মাঠে নেমে পড়েছেন। ওভার ব্রিজটি আলোকিত করতে বহরমপুর পুরসভা ৫০ লক্ষ টাকা খরচ করেছে।
আরও পড়ুন-খুনের দায় এড়াতে গল্প ফাঁদছে মনোজ?
ব্রিজের এপ্রোচ রাস্তা তৈরিতে আরও ৫০ লক্ষ টাকা খরচ করেছে। পাশাপাশি ব্রিজ তৈরির সময় উচ্ছেদ হওয়া দোকানঘর মালিকদের পুনর্বাসন দিতে আরও সাড়ে সাত কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার। তৃণমূল সরকার কাজে বিশ্বাসী, কৃতিত্ব নেওয়াতে বিশ্বাসী নয়। দিলীপের সাফাই, বহরমপুর শহরে কোনও নির্বাচন নেই। তাই ব্রিজের উদ্বোধন করে কোনও নির্বাচনীবিধি ভঙ্গ করিনি।