সর্বদলীয় বৈঠক হল হুগলিতে পঞ্চায়েত ভোট

রাজনৈতিক দলগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে, আচরণবিধি চালু হয়ে গিয়েছে। তবে বিরোধী দলের অভিযোগ, এবারে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস হতে পারে

Must read

সংবাদদাতা, হুগলি : পঞ্চায়েত ভোট নিয়ে সর্বদলীয় বৈঠক হল হুগলি জেলায়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক ড. পি দীপপ্রিয়া, চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত পি জাভালগি, হুগলি গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ-সহ জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা। এদিনের বৈঠক শেষে জেলাশাসক জানান, হুগলি জেলায় ২০৭টি গ্রামপঞ্চায়েতের ৩৮৮০ আসন, ১৮টি পঞ্চায়েত সমিতির ৬১৯টি এবং জেলা পরিষদের ৫৩ আসনে নির্বাচন হবে।

আরও পড়ুন-ফের বিতর্কে জড়ালেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি, বিধি ভেঙে রেল ওভারব্রিজ উদ্বোধন

মোট ভোটার ৩৪ লাখ ৭২ হাজার ২৫৫ জন। ভোটগ্রহণ কেন্দ্র ৩৮৫১। এদিন জেলাশাসক আরও বলেন, প্রতিটি ব্লকেই আজ থেকে মনোনয়ন জমা দেওয়া শুরু হয়েছে। সেখানে হেল্প ডেস্ক থাকছে যে কোনও প্রয়োজনে সাহায্যের জন্য। অভিযোগ জানানোর জন্য সেল খোলা হয়েছে। রাজনৈতিক দলগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে, আচরণবিধি চালু হয়ে গিয়েছে। তবে বিরোধী দলের অভিযোগ, এবারে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাস হতে পারে। যদিও শাসক দল তৃণমূলের দাবি, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ রয়েছে, পঞ্চায়েত ভোটে কোনওরকম অশান্তি করা যাবে না। বিরোধীরা মনোনয়ন জমা দিতে পারবেন। প্রথম দিন জেলার কোনও জায়গায় অশান্তি হয়নি এটা তারই প্রমাণ।

Latest article