দোহা: বিজয় উৎসবের আবহে বিসর্জনের সুর! রবিবাসরীয় ফাইনালেই তাঁর বিশ্বকাপ যাত্রার
বৃত্তটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে। জানিয়ে দিলেন নায়ক।
লিওনেল মেসি (Lionel Mess- World Cup)। যাঁর কাঁধে চড়েই আট বছর পর আরও একটা বিশ্বকাপ ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। স্বপ্ন দেখছে ৩৬ বছরের খরা কাটিয়ে আরও একবার বিশ্বসেরা হওয়ার। মেসির কাছেও এটা শেষ সুযোগ। বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্টাইন মহাতারকা জানিয়ে দিয়েছিলেন, এটাই সম্ভবত তাঁর শেষ বিশ্বকাপ। ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর মিক্সড জোনে দাঁড়িয়ে আরও একবার তাতে সিলমোহর দিলেন মেসি নিজেই।
মেসি (Lionel Mess- World Cup) কথা শুরুই করলেন এভাবে, ‘‘ফাইনাল দিয়ে নিজের বিশ্বকাপ কেরিয়ার শেষ করব, এটা ভেবেই গর্ব হচ্ছে। রবিবারই বিশ্বকাপে নিজের শেষ ম্যাচটা খেলতে মাঠে নামব। পরের বিশ্বকাপ আরও চার বছর পর। ততদিন আমার পক্ষে খেলা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। আশা করি, শেষটা ভালভাবেই করতে পারব।’’ অধরা বিশ্বকাপ ট্রফিটা পেতে যে তিনি মরিয়া, সেটা স্পষ্ট করে দিয়ে মেসি আরও বলেন, ‘‘মাথার মধ্যে অনেক কিছুই ঘুরছে। হার দিয়ে শুরু করলেও, নিজের এবং দলের উপর আস্থা হারাইনি। জানতাম এই দলটাই ঘুরে দাঁড়াবে। আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে। রবিবার মাঠে নেমে আমরা সবাই নিজেদের সেরাটা উজাড় করে দেব। কাপ জেতার জন্য যা যা করার, সবই করব।’’ ফাইনালে ওঠার পথটা যে মোটেই মসৃণ ছিল না, মনে করিয়ে দিয়ে মেসির বক্তব্য, ‘‘সৌদির কাছে হারের পর সব ম্যাচ আমাদের কাছে ফাইনাল ছিল। আমরা পাঁচটা ফাইনাল জিতেছি। আশা করি, রবিবারও জিতব।’’
আরও পড়ুন-মেঘালয়বাসীর ভালোবাসা এবং সমর্থনে অভিভূত অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি। ইতিমধ্যেই পাঁচটি গোল করে সোনার বুটের দৌড়ে প্রবল ভাবে রয়েছেন এলএম টেন। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করার সঙ্গে সঙ্গে গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে (১০টি) টপকে আর্জেন্টিনার হয়ে সবথেকে বেশি বিশ্বকাপ গোলের (১১টি) নতুন রেকর্ড গড়েছেন।
তবে ব্যক্তিগত রেকর্ডকে গুরুত্ব দিচ্ছেন না মেসি। বরং বলছেন, ‘‘ব্যক্তিগত রেকর্ড করলে ভাল লাগে। তবে আসল হল দলগত সাফল্য। আমরা সবাই মিলে একটা স্বপ্ন নিয়ে কাতারে এসেছি। সেটা পূরণ করার জন্য আরও একটা ম্যাচ বাকি। এই জায়গায় ওঠার জন্য আমাদের অনেক লড়াই করতে হয়েছে। ভাল ও খারাপ, দু’ধরনের সময়ের মুখোমুখি হয়েছি। ভক্তদের বলব, আমাদের উপর আস্থা রাখুন।’’