প্রতিবেদনঃ লাল-হলুদে নাটকীয় পালাবদল। আইএসএলের নতুন মরশুম শুরুর আগেই ইস্টবেঙ্গলের কোচের হটসিটে বদল। রবি ফাওলারের বদলে হেড কোচের পদে আনা হল স্পেনের ম্যানুয়েল ‘মানোলো’ দিয়াজকে। দু’পক্ষের পারস্পরিক সামঝোতার ভিত্তিতে লিভারপুল কিংবদন্তির সঙ্গে সম্পর্ক ছেদ করল এসসি ইস্টবেঙ্গল।
আরও পড়ুন :সাপের বিষ থেকে করোনা রোধে ওষুধ?
আসন্ন আইএসএলে অরিন্দম, জ্যাকিচাঁদদের হেড স্যর হিসাবে রিয়াল মাদ্রিদ ‘বি’ দলে কোচিং করানো ৫৩ বছর বয়সী মানোলো-কে নিয়োগ করল এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। কোচিংয়ে অভিজ্ঞতার ভান্ডার স্প্যানিশ কোচের। অতীতে রিয়াল মাদ্রিদের যুব দল ‘ক্যাস্টিয়া’কে কোচিং করিয়েছেন দিয়াজ। দিয়াজের ফুটবল জীবন আহামরি নয়। তবে কোচিং জীবন ঈর্ষণীয়। কোচিং করিয়েছেন মেক্সিকোতেই। রিয়াল মাদ্রিদের ‘সি’ দলেরও দায়িত্ব সামলেছেন। গত দু’দশকে কোচ হিসাবে মোট ৩২৮টি ম্যাচে দায়িত্বে ছিলেন দিয়াজ। জয়ের হার ৪১.৭৭ শতাংশ। এদিন এসসি ইস্টবেঙ্গলের কোচ নিযুক্ত হওয়ার পর তিনি বলেন, ‘‘মাদ্রিদে বলা হয় জয় আমাদের ডিএনএ-র মধ্যে রয়েছে। বড় ক্লাবকে কোচিং করানোর যে চাপ এবং প্রত্যাশা থাকে, সেটা আমরা নিতে ভালবাসি। আমাদের হাতে সময় কম। সামনে কঠিন রাস্তা। কিন্তু এসসি ইস্টবেঙ্গলের সমর্থকদের খুশি করতে সেরা পারফরম্যান্স উপহার দেওয়ার চেষ্টা করব।’’
আরও পড়ুন :দিদির দেওয়া ধুতি-পাঞ্জাবিতেই ভবানীপুরে ভোট চাইবেন মদন
দিয়াজকে নতুন কোচ হিসাবে নিযুক্ত করার আগেই ফাওলারের সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করে এসসি ইস্টবেঙ্গল। সহকারী কোচ টনি গ্র্যান্টও থাকছেন না। দুবাই থেকে ফোনে লগ্নিকারী সংস্থা শ্রীমেন্টের কর্ণধার হরিমোহন বাঙ্গুর বললেন, ‘‘রবি ফাওলার অতীত। নতুন কোচ অনেক অভিজ্ঞ। আমাদের বিদেশিও চূড়ান্ত হয়ে গিয়েছে। নতুন কোচের পছন্দের বিদেশিরাই আসছেন। তবে শুধু স্প্যানিশ নয়, অন্যান্য দেশের ফুটবলারও আছে।’’ আচমকতা কোচ বদলে অবাক সমর্থকরাও। ক্লাবকর্তারা আবার কোচ বদল নিয়ে মন্তব্যে নারাজ।