দিদির দেওয়া ধুতি-পাঞ্জাবিতেই ভবানীপুরে ভোট চাইবেন মদন

Must read

প্রতিবেদন : সাম্প্রতিক সময়ের বাংলার রাজনীতিতে অন্যতম “রঙিন নেতা” মদন মিত্র। সোশ্যাল মিডিয়ায় রোজ রোজ তাঁর “বিনোদন” নজর এড়ায়নি খোদ তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভবানীপুর উপনির্বাচনকে কেন্দ্র করে বুধবার চেতলার অহীন্দ্র মঞ্চের কেন্দ্রীয় কর্মিসভায় ফের মদনের নাম মমতার মুখে। আদতে ভবানীপুরের নেতা হলেও কামারহাটির তৃণমূল বিধায়ক তথা দীর্ঘদিনের সহকর্মী মদন মিত্রকে কিছুটা মজা করেই ”কালারফুল” বলে মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর উদ্দেশে দলনেত্রী বললেন, ”বেশি সাজুগুজু করো না৷”

আরও পড়ুন :সাপের বিষ থেকে করোনা রোধে ওষুধ?

এদিন কর্মিসভা থেকে মদন মিত্রকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”মদন তুমি এলাকার পুরনো ছেলে৷ নিজের মতো করে দেখে নেবে৷ পরশুদিন দেখছিলাম ধুতি- পাঞ্জাবি পরে দাঁড়িয়ে ছিলে, ওরকম ভাবেই দেখে নেবে৷ তবে বেশি সাজুগুজু করবে না। মদন একটু কালারফুল ছেলে৷ মাঝেমধ্যে একটু বেশিই কালারফুল হয়ে যায়৷ বেশি কালারফুল হলে আবার প্রবলেম হয়ে যায়৷”

আরও পড়ুন :আফগান পরিস্থিতি কোন দিকে? বৈঠকে তিন নিরাপত্তা প্রধান

অন্যদিকে, কর্মিসভা থেকে বেরিয়ে মদন মিত্র জানান, দিদি তাঁকে খুব ভালোবাসেন। দেওয়াল লেখার সময় কাকতালীয় ভাবে দলনেত্রীর সামনে তিনি পড়ে যান। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ভালোবেসে নতুন ধূতি-পাঞ্জাবি উপহার বাড়িতেই পাঠিয়ে দেন। এবার সেই পোশাক পড়েই ভবানীপুরের মানুষের বাড়ি বাড়ি ভোট চাইতে যাবেন তিনি।

Latest article