মিথ্যে অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেস কর্মীরা জামিন পেলেন, টুইট কুণাল ঘোষের

Must read

রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে তাণ্ডব চালিয়েছিল ত্রিপুরা পুলিশ। এই নিয়ে টুইটে বিস্ফোরক অভিযোগ করেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি সেই সম্পয় বলেছিলেন বুধবার মাঝরাতে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী এবং দেবাংশু ভট্টাচার্যর গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের জামিনঅযোগ্য মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।

আরও পড়ুন- পেশার দিশা দেখাতে কেরিয়ার কাউন্সেলিং

কুণাল ঘোষ লেখেন, ‘‌আমবাসায় চলল রাতভর পুলিশি তাণ্ডব। তৃণমূল কংগ্রেসের সেদিনের গাড়ির চালক–সহ একাধিক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জয়া, সুদীপ, দেবাংশু–সহ সেদিন জামিনপ্রাপ্তদের নতুন করে গ্রেফতারের ছক।’‌

আরও পড়ুন- এক পদ এক নেতা নীতি’ সহ একাধিক রদবদল তৃণমূল কংগ্রেসে

এর জের চলছে এখনও। বিজেপি শাষিত তৃণমূল রাজ্যে চলছে একের পর এক ধরপাকড়। তবে মহামারী আইন দেখিয়ে যেভাবে তাদের গ্রেফতার করা হয় সেই নিয়ে সরব ছিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। মিছিল করতেও পিছপা হন নি তারা। তবে এবার তাদের জন্য ভালো খবর। কাল কুণাল ঘোষ টুইট করেন “আমবাসা মামলায় মিথ্যে অভিযোগে ধৃত তৃণমূল কংগ্রেস কর্মীরা জামিন পেলেন। বেল বন্ড দিয়ে আগামীকাল তাঁদের মুক্তি।”

 

Latest article