লোকসভায় বিজেপি সাংসদের অবমাননাকর মন্তব্যে ক্ষোভ, সরব বিরোধীরা

সূত্রের খবর, লোকসভার স্পিকার ওম বিড়লা বিধুরির সাথে কথা বলেছেন এবং তাঁর এই হেন মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন।

Must read

বিজেপি (BJP) সাংসদ রমেশ বিধুরি (Ramesh Bidhuri) শুক্রবার চন্দ্রযান-৩ মিশন নিয়ে আলোচনার সময় লোকসভায় বিএসপি নেতা দানিশ আলীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। বিজেপি সাংসদ রমেশ বিধুরি লোকসভায় বিএসপির দানিশ আলিকে ‘সন্ত্রাসবাদী’ আখ্যা দিয়েছেন। বিধুরির এই মন্তব্য বাতিল করা হয়েছে। বিধুরী যখন দানিশ আলীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করছিলেন, তখন তার দলের সহকর্মী এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধনকে হাসতে দেখা যায়। বিধুরীর বক্তব্যের সময় স্পিকারের চেয়ারে ছিলেন কংগ্রেস নেতা কোডিকুনাল সুরেশ। তিনি সবাইকে বসতে বলছিলেন দেখা গিয়েছে এবং বিধুরীকে থামতে বলছেন। বিধুরী চিৎকার করে বলেই চলেছেন, ‘বাহার ফেকো ইস মোল্লাকো’। তাঁর মন্তব্য, বিরোধী সদস্যদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছিল। এই ঘটনার পরেই বিজেপি সাংসদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছিল তারা।

আরও পড়ুন-অসুস্থ সন্দীপ রায়, বন্ধ ‘নয়ন রহস্য’র শ্যুটিং

সূত্রের খবর, লোকসভার স্পিকার ওম বিড়লা বিধুরির সাথে কথা বলেছেন এবং তাঁর এই হেন মন্তব্যে অসন্তোষ প্রকাশ করেছেন। স্পিকার বিধুরীকে তার ভাষার মর্যাদা বজায় রাখতে বলেন। যদিও বিধুরী সংসদে যা ঘটেছে সে বিষয়ে মন্তব্য করতে চান না।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং লোকসভায় বিধুরির আলির বিরুদ্ধে করা আপত্তিকর মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র লোকসভার স্পিকার ওম বিড়লাকে বিধুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানিয়েছেন। তিনি এক্সে লিখেছেন, ‘আমি আপনাকে এখানে এবং এখন জিজ্ঞাসা করছি — আপনি রমেশ বিধুরীর বিরুদ্ধে কি ব্যবস্থা নিচ্ছেন?’

আরও পড়ুন-বিজেপি রাজ্যে পরিবারের সামনে তিন মহিলাকে গণধর্ষণ

প্রসঙ্গত, দানিশ আলি লোকসভায় উত্তরপ্রদেশের আমরোহা আসনের প্রতিনিধিত্ব করছেন। লোকসভায় চন্দ্রযান-৩-এর সাফল্য নিয়ে আলোচনার সময় বিজেপি নেতার তরফে এই মন্তব্য এসেছে। বিধুরীকে বিচার চলাকালীন বলতে শোনা যায় “ইয়ে উগরাওয়াদি (জঙ্গি), ইয়ে আতঙ্কওয়াদি হ্যায়, উগরাওয়াদি হ্যায়, ইয়ে আন্তঙ্কওয়াদি (সন্ত্রাসী) হ্যায়”।

আরও পড়ুন-মাঝ আকাশে এমার্জেন্সি এক্সিট খোলার চেষ্টা যাত্রীর

এই অবস্থায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এক্সে এই ঘটনার নিন্দা করে লেখে, ‘অশ্লীলতার চূড়ান্ত উদাহরণ! লোকসভা অধিবেশন চলাকালীন বিজেপি সাংসদ রমেশ বিধুরী সংসদের পবিত্রতা ক্ষুন্ন করে সংসদ সদস্য দানিশ আলীর জন্য অপমানজনক শব্দ ব্যবহার করেছেন। বিজেপির মূল্যবোধ বজায় রাখার অক্ষমতা বার বার প্রমাণ করে যে তারা জনগণের প্রতিনিধি হওয়ার ক্ষেত্রে ঠিক কতটা অযোগ্য। জনগণ নিশ্চয়ই একদল গুন্ডাদের নেতৃত্বে থাকতে পারে না, যাদের মধ্যে শালীনতা এবং অন্যদের প্রতি শ্রদ্ধা অবশিষ্ট নেই। লজ্জাজনক!’

 

রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও বিএসপি সাংসদ দানিশ আলীর বিরুদ্ধে এই মন্তব্যের নিন্দা করেছেন। তিনি বলেন, “সংসদে রমেশ বিধুরীর মন্তব্যে আমরা হতবাক হয়ে গিয়েছিলাম। দেখে মনে হচ্ছে বিজেপিতে একটি প্রতিযোগিতা চলছে যেখানে নেতারা বিরোধী সাংসদদের গালিগালাজ করে এবং প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে সরকারের উচ্চ পদে জয়ী হতে লড়াই করছেন। মহিলা সংরক্ষণ বিলের আলোচনার সময় যে ঘটনাটি ঘটেছে তা দেখায় যে মহিলাদের প্রতি তাদের কোনও সম্মান নেই। আমরা এর কঠোর ভাষায় নিন্দা জানাই কারণ এটি ভারতের জনগণকে হতাশ করে, যারা সাংসদ এবং বিধায়করা শালীন ভাষা ব্যবহার করবেন বলে আশা করেন।”

Latest article