শ্যামপুর-কাণ্ডে ধৃত তিন বিজেপির, দাবি তৃণমূলের

উল্লেখ্য, টিউশন পড়ে ফেরা মেয়ের শ্লীলতাহানি ঠেকাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে মারা যান শ্যামপুর নস্করপুরের গণেশ মণ্ডল।

Must read

সংবাদদাতা, হাওড়া : শ্যামপুর-কাণ্ডে ধৃত তিনজনেরই বিজেপি সংশ্রব রয়েছে বলে তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হল। স্থানীয় তৃণমূল নেতা ও হাওড়া জেলা পরিষদ কর্মাধ্যক্ষ শ্রীধর মণ্ডল বলেন, ‘ধৃত তিনজনই বিজেপির সঙ্গে যুক্ত। আর তিনজনই আদপে দুষ্কৃতী। তাদের বিভিন্নভাবে ব্যবহার করত বিজেপি। আমরা ওদের কঠোর শাস্তির দাবি জানিয়েছি।’

আরও পড়ুন-সাধারণতন্ত্র দিবসে রেড রোডে নজর কাড়ল দুর্গোৎসবের ট্যাবলো, বর্ণাঢ্য কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ মুখ্যমন্ত্রীর

নিহত গণেশ মণ্ডলের বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন শ্রীধর। নিগৃহীতা ছাত্রী ও তার মাকে সবরকমের সাহায্যেরও আশ্বাসও দেন। এই ঘটনার পুনর্নিমাণ করতে গেলে গতকাল কিছু মহিলা ইটপাটকেল ছোঁড়ে। আজও বিজেপি মদতপুষ্ট কিছু লোক ধৃতদের ছিনিয়ে নিতে চেষ্টা করে। নিহতের পরিবার জানিয়েছে, ‘প্রশাসনের ওপর তাঁদের ভরসা আছে। এই ঘটনা নিয়ে তাঁরা কোনও রাজনীতি চান না। অভিযুক্তদের কঠোর শাস্তি চান।’

আরও পড়ুন-‘শোলে টু’ আসছে, ধোনির সঙ্গে ছবি পোস্ট করে ঘোষণা হার্দিকের

উল্লেখ্য, টিউশন পড়ে ফেরা মেয়ের শ্লীলতাহানি ঠেকাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে মারা যান শ্যামপুর নস্করপুরের গণেশ মণ্ডল। পুলিশ মূল তিনজন অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। শ্যামপুর-কাণ্ডে ধৃতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন সমবায়মন্ত্রী অরূপ রায়। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী অরূপ রায় জানান, অবিলম্বে ধৃতদের কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য আমরা পুলিশকে বলব। এর পাশাপাশি পাড়ায় পাড়ায় মহিলাদের নিরাপত্তা-ব্যবস্থা আরও সুনিশ্চিত করতে এলাকার যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

Latest article