শিলিগুড়ির সব ওয়ার্ডই স্বনির্ভর গোষ্ঠীর আওতায়

শিলিগুড়ির মোট ৪৭টি ওয়ার্ডকে স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিচ্ছে পুরসভা। কারণ স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে অনেকেই উপকৃত হয়েছে

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : শিলিগুড়ির মোট ৪৭টি ওয়ার্ডকে স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিচ্ছে পুরসভা। কারণ স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে অনেকেই উপকৃত হয়েছে। বৃহস্পতিবার শিলিগুড়ি পুরসভায় স্বনির্ভর গোষ্ঠীর হলবিল সংক্রান্ত সমস্যা মেটাতে একটি বৈঠক করেন মেয়র গৌতম দেব। এই বৈঠক শেষেই তিনি জানালেন এমনটা। ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার।

আরও পড়ুন-রাজনগরে স্বাগত জানাতে তৈরি হচ্ছে ওয়েলকাম গেট

মূলত শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলার স্বনির্ভর গোষ্ঠীগুলির ছোট ছোট সমস্যা এবং তাদের তহবিল সম্বন্ধীয় নানা বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। সরকারি সাহায্য নিয়ে পরিচালিত এই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা মেয়রকে জানান তাদের কী কী সমস্যায় হচ্ছে কাজ করতে। কীভাবে কাজ করলে তাদের সুবিধা হবে সে বিষয়েও আলোচনা হয়।

Latest article