হুগলিতে পথে নেমে সরব মহিলা কর্মীরা

আগামী দিনে আরও বড় আন্দোলন হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ‘‘কেন্দ্র চক্রান্ত করে ইডি-সিবিআই ব্যবহার করছে।

Must read

সংবাদদাতা, হুগলি : কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে পথে নামল মহিলা তৃণমূল। মঙ্গলবার কেন্দ্রের বঞ্চনা, রাজ্যের প্রাপ্য আটকে রাখা, দ্রব্যমূল্য বৃদ্ধি-সহ একাধিক দাবিতে শেওড়াফুলি ফাঁড়ির মোড়ে ধরনা-বিক্ষোভ করল শ্রীরামপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল। সভানেত্রী শিল্পী চট্টোপাধ্যায়ের নেতৃত্বে ধরনায় বসেন মহিলা কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন-বিরোধী প্রার্থীদের গোলাপ তৃণমূল বিধায়কের

ধরনামঞ্চ থেকে শিল্পী বলেন, ‘‘কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যকে বঞ্চনা করছে। প্রাপ্য টাকা আটকে রেখেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে চলেছে। জোরদার প্রতিবাদ করতে রাজ্য নেতৃত্বের নির্দেশে আমরা ধরনা কর্মসূচি চালাচ্ছি।’’ আগামী দিনে আরও বড় আন্দোলন হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, ‘‘কেন্দ্র চক্রান্ত করে ইডি-সিবিআই ব্যবহার করছে। এখনও অবধি যাঁদের ধরা হয়েছে তাঁদের দোষ প্রমাণ হয়নি। অন্যদিকে মানুষ দেখছে কীভাবে রেল দুর্ঘটনায় মৃত্যুমিছিল হয়েছে। সব কিছুর উত্তর মানুষই দেবে।’’

Latest article